ভারত-পাকিস্তান ম্যাচ গড়াল রিজার্ভ ডে’তে
১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৩
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান মুখোমুখি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে। এর আগে টুর্নামেন্টের মাঝপথে এসে হঠাত করে এই দুই দলের মধ্যকার ম্যাচের আগে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। রোববার (১০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ালেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ শেষ হয়নি। এতেই রিজার্ভ ডে’তে গড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচটি।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচে ২৪.১ ওভার শেষে ২ উইকেটে ১৪৭ রান করার বৃষ্টি নামে। পরে এক পর্যায়ে বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করতে বেশ সময় লাগে। ফের ম্যাচ শুরুর প্রস্তুতি নেওয়ার সময় আবার আসে বৃষ্টি। তাই বাধ্য হয়েই রিজার্ভ ডে’তে ম্যাচ গড়ানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
প্রথমে ব্যাট করতে নামা ভারতের শুরুটা হয় দুর্দান্ত। পাকিস্তানের পেস আক্রমণ সামলেছেন দুর্দান্তভাবে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। শুরুতে রোহিত কিছুটা দেখে খেললেও শুভমান ছিলেন আগ্রাসী। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়ে হাত খুলতে থাকেন অধিনায়কও। এক সময় তো শুভমানকেও ছাপিয়ে যান। তাতে রান উঠতে থাকে দ্রুত গতিতে।
শুভমন মাত্র ৩৭ বলে তুলে নেন অর্ধশতক আর ৪২ বলে নিজের অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা। তবে ব্যক্তিগত ৫৬ রানে আউট হন ভারতীয় অধিনায়ক। শাদাব খানের ফ্লাইটেড ডেলিভারিতে লংঅফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তিনি। তবে বেশ কিছু দূর দৌড়ে এসে দারুণ ক্যাচ লুফে নিয়েছেন ফাহিম আশরাফ। ভাঙে ১২১ রানের জুটি। ১০০ বলে এই জুটি গড়েন এ দুই ব্যাটার।
রোহিত ফেরার পরপরই ফেরেন শুভমন গিলও। দ্বিতীয় স্পেলে ফিরে সেই শুভমানকে ফেরান শাহিন। তার গুডলেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে কভারে শাদাব খানের হাতে ধরা পড়েন এই ওপেনার। ৫২ বলে ৫৮ রান তার ব্যাট থেকে। এরপর বাকিটা সময় বিরাট কোহলি এবং লোকেশ রাহুল জুটি গড়ার চেষ্টা করে গেছেন। তবে বৃষ্টি এসে বাগড়া দিয়ে থামিয়ে দিয়েছে তাদের জুটি।
এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।
সারাবাংলা/এসএস