মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন সাকিবও
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫১
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর মুশফিকুর রহিম যে দেশে ফিরবেন সেটা জানাই ছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়েছিলেন মুশি। নতুন খবর হলো মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) ভোরের ফ্লাইটে শ্রীলংকার কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার। অবশ্য দুজনেরই ভারতের ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দিবেন সাকিব-মুশফিক।
মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সন্তান পৃথিবীতে সময় ঘনিয়ে এসেছে। ফলে এশিয়া কাপের মাঝখানে ছুটি নিয়ে রেখেছিলেন মুশফিক।
তবে সাকিবের দেশে ফেরার কারণ স্পষ্ট করে জানা যায়নি। অবশ্য সাকিবের পরিবার এখন ঢাকায়। হয়তো ভেবেছেন কয়েকটা দিন পরিবারকে দেওয়া যাক।
শ্রীলংকার বিপক্ষে হারের পর আগামী তিন দিন ক্রিকেটারদের ছুটি দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন অনুশীলন করবেন না ক্রিকেটাররা। যারা শ্রীলংকায় আছেন তারা হোটেলে জিম, সুইমিং করবেন। কার্যত তেমন কোনো কাজ নেই বলেই হয়তো তিন দিনের ছুটিতে ঢাকায় উড়াল দিয়েছেন সাকিব।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস