ফাইনালের স্বপ্ন বাঁচাতে লংকানদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৫
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এবারের এশিয়া কাপ। প্রথম ম্যাচে অবশ্য লংকানদের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর আফগানদের উড়িয়ে সুপার ফোরের টিকিট কাটে টাইগাররা। এবার লড়াই সুপার ফোরের। শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি এক প্রকার ফাইনাল বাংলাদেশের সামনে।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোতে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব আল হাসান লংকানদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।
ভাইরাস জ্বর থেকে সেরে উঠে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করেছেন লিটন দাস। তবে চোটের কারণে দেশে ফিরেছেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে বাড়তি স্পিনার হিসেবে দলে ঢুকেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শামিম হোসেন পাটওয়ারি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলংকা একাদশ
পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।
এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।
সারাবাংলা/এসএস