আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে: হাথুরুসিংহে
৯ সেপ্টেম্বর ২০২৩ ০১:০২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০১:০০
এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলেছে সাকিব আর হাসানের দল। পরে সুপার ফোরে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। আফগানিস্তানকে উড়িয়ে টুর্নাামেন্টের সুপার ফোর নিশ্চিত করলেও বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছেন টাইগাররা। দুই ম্যাচেই হারের বড় কারণ বাজে ব্যাটিং। বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বললেন, আরও ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে তার দলের। আজ সেটাই করে দেখাতে চায় বাংলাদেশ।
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা ঘরের বাইরে খেলছি। কন্ডিশন আমাদের অজানা। লাহোরের কন্ডিশন আর এখানকার কন্ডিশনও অনেক ভিন্ন। এটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। গত ৩ ম্যাচ ধরে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যা করে দেখিয়েছি, তার চেয়েও ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। কাল ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি।’
গ্রুপ পর্বে ক্যান্ডিতে শ্রীংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ক্যান্ডির সেই লড়াইয়ে এক নাজমুল হোসেন শান্ত ছাড়া দলের বাকি সব ব্যাটারই ব্যর্থ হন। টপ অর্ডার ধসে পরেছিল অল্পতেই। পরে আফগানিস্তান ও পাকিস্তান ম্যাচে মেহেদি হাসান মিরাজকে দিয়ে ওপেন করিয়েছে বাংলাদেশ।
আজ শ্রীলংকার বিপক্ষেও কী তেমন প্ল্যান থাকবে? শ্রীলংকান এক সংবাদিক এমন প্রশ্ন করলে হাথুরুসিংহে জবাব দিতে দিতে একটু রসিকতাও করলেন, ‘তুমি কি ভেতরের তথ্য চাচ্ছ? এখানে দেখছি শ্রীলঙ্কান কোচও আছে!’
‘আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। কাল এসে সিদ্ধান্ত হবে। কন্ডিশন, পিচের ওপর নির্ভর করছে। আবহাওয়ার কারণে পিচ বদলে যেতে পারে। গত কিছু দিন আবহাওয়া কেমন ছিল আমরা জানি। তাই সিদ্ধান্ত কাল নেওয়া হবে।’-যোগ করেছেন বাংলাদেশ কোচ।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস