Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান থেকে শ্রীলংকায় সাকিবরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৭

হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের লাহোরে। পাকিস্তান থেকে এবার এশিয়া কাপ গেছে শ্রীলংকায়। চলতি এশিয়া কাপের বাকি সব ম্যাচই অনুষ্ঠিত হবে দ্বীপরাষ্ট্রটিতে। এরই মধ্যে পাকিস্তান ছেড়ে শ্রীলংকায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চার্টাড ফ্লাইটে করে পাকিস্তান থেকে শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশ। একই ফ্লাইটে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও শ্রীলংকান ক্রিকেটাররাও ছিলেন। স্থানীয় সময় বিকেল ৪টায় শ্রীলংকায় নেমেছেন তিন দেশের ক্রিকেটাররা। এই তিন দলের ক্রিকেটাররা আবার একই হোটেলে উঠেছেন। এশিয়া কাপের সুপার ফোরের অপর দল ভারত আছে আলাদা হোটেলে।

বিজ্ঞাপন

আজ বিশ্রাম নিবেন বাংলাদেশি ক্রিকেটাররা। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করবেন বাংলাদেশি ক্রিকেটাররা। ৯ তারিখে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এশিয়া কাপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলংকার বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের।  ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া  একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৩

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর