ফখরকে ফেরালেন শরিফুল, বাবরকে তাসকিন
৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:০০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৭
এশিয়া কাপে সুপার ফোরের শুরুটা মনমতো হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ১৯৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে এই সংগ্রহ নিয়েই লড়ছে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট। শুরুতে উইকেট তুলে নিতে না পারলেও পাকিস্তানের দুই ওপেনারকে ক্রিজে বেঁধে রেখেছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা। পাওয়ার প্লে শেষ হওয়ার পর অল্প সময়ের ব্যবধানে দুটি উইকেটও তুলে নিয়েছেন তাসকিন, শরিফুল।
১৯৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশ ৭৪ রানে পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়েছে। ফখর জামানকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম, পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে ফিরিয়েছেন তাসকিন।
বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৯৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেস বোলাররা। পাওয়ার প্লের দশ ওভারে মাত্র ৩৬ রান তুলতে পেরেছে পাকিস্তান।
পাওয়ার প্লের শেষ ওভারে শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে ফিরেছেন ফখর জামান। আম্পায়ার এলবিডব্লিউয়ের আউট দিলে পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পাকিস্তানি ওপেনার। ফেরার আগে ৩১ বলে করেন ২০ রান।
তিনে নেমে সাবলীল খেলছিলেন বাবর আজম। ১৬তম ওভারে তাসকিন আহমেদের স্লো ডেলিভারি স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন ২২ বলে ১৭ রান করা বাবর।
অপর ওপেনার ইমাম-উল হক ও মোহাম্মদ রিজওয়ান এরপর পাকিস্তানকে টানছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৮৯। ৪৯ বলে ৪০ রান করে অপরাজিত ইমাম-উল হক। তার সঙ্গে ১২ বলে ১১ রানে ব্যাট করছেন রিজওয়ান।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস