রানের খাতা খোলার আগেই মিরাজের বিদায়
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩১
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন বিকল্প ওপেনার মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষেও তাই উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে নাঈম শেখের সঙ্গী মেহেদি হাসান মিরাজ। তবে আফগানদের বিপক্ষে ব্যাট হাসলেও পাকিস্তানের বিপক্ষে রানের খাতাও খুলতে পারেননি মেহেদি হাসান মিরাজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্তর চোটের কারণে দলে ঢুকেছেন লিটন দাস।
তবে লিটন দাস দলে ঢুকলেও উদ্বোধনী জুটিতে আসেনি কোনো পরিবর্তন। আফগানদের বিপক্ষের উদ্বোধনী জুটি অপরিবর্তিত রাখে টিম টাইগার্স। তবে এদিন আর কাজে আসেনি বিকল্প ওপেনার মিরাজের কৌশল।
ইনিংসের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে খেলতেই পারেনন নাঈম শেখ। প্রথম ওভারটি দেন মেইডেন। এপরের ওভারে স্ট্রাইকে আসেন মেহেদি হাসান মিরাজ। আর বল হাতে আসেন নাসিম শাহ। আর প্রথম বলটিই করেন আউট সাইড লেগে। সেই বল চিপ করে স্কয়ার লেগে খেলতে চেয়েছিলেন মিরাজ। তবে সেখানে থাকা ফখর জামানের সহজ ক্যাচে পরিণত হন তিনি।
এতেই বাংলাদেশের এবং মিরাজের রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হলো। বাংলাদেশ শূন্য রানেই হারাল প্রথম উইকেট।
তিনে ব্যাট হাতে আসেন লিটন দাস। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১৩। লিটন ৮ আর নাঈম ৫ রানে ব্যাট করছেন।
এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।
সারাবাংলা/এসএস