Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়তে থাকা শান্তর দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪১

ব্যাট হাতে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে অন্যদের ব্যর্থতার দিনে ৮৯ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছিলেন শান্ত। আজ আফগানিস্তানের বিপক্ষে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পরে যাওয়ার পর ক্রিজে নেমেছিলেন শান্ত। শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। রশিদ খান, মুজিবুর রহমান, ফজলহক ফারুকিদের নিয়ে গড়া আফগানিস্তানের বোলিং আক্রমণকে কুলিয়ে উঠতে দেননি। ১০১ বলে সেঞ্চুরি পূর্ন করে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়েছেন শান্ত।

বিজ্ঞাপন

গত আয়ারল্যান্ড সফরে ওয়ানডেতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। তারপর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে দুই ইনিংসে দুই সেঞ্চুরি করেছেন। সেই ফর্মটা টেনে নিয়েছেন এশিয়া কাপেও। শেষ পর্যন্ত ১০৫ বল খেলে ১০৪ রান করে আউট হওয়া শান্তই এখন পর্যন্ত এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাঈম শেখের সঙ্গে মেহেদি হাসান মিরাজকে ওপেনিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। দুজন ওপেনিংয়ে ৬০ রান তুললেও ৩ রানের ফেরেন নাঈম ও তিনে নামা তৌহিদ হৃদয়। তারপরই ক্রিজে আসেন শান্ত।

শুরু থেকেই আফগান বোলারদের স্বাচ্ছেন্দে খেলা শান্ত ফিফটি পূর্ণ করেছেন ৫৬ বলে। সেঞ্চুরি পূর্ন করেছেন ১০১ বলে। সেঞ্চুরির পরপরই রান আউট হয়েছেন ক্রিজে পা পিছলে। শেষ পর্যন্ত দলীয় ২৭৮ রানের মাথায় ১০৫ বলে ১০৪ রান করে ফিরেছেন শান্ত। তার ইনিংসে চার মেরেছেন ৯টি, ছক্কা ২টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৩ নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর