‘বিকল্প ওপেনার’ মিরাজের ফিফটিতে বাংলাদেশ পেরিয়েছে দেড়শ
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩১
সচারচার উদ্বোধনী জুটিতে দেখা যায় না মেহেদি হাসান মিরাজকে। সাধারণত লোয়ার অর্ডারেই ব্যাট করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। তবে দলের উদ্বোধনী জুটির বেহাল দশার কারণে কয়েকবার উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে দেখা গেছে তাকে। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে নেমেছিলেন মিরাজ। ২০২৩ এশিয়া কাপে এসে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচেও ইনিংসের গোড়াপত্তন করলেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের বিপর্যয়ে মাত্র ১৬৪ রানেই ইনিংস গুটিয়ে যায়। অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে ব্যর্থ হন। এরপরেই কৌশল বদলে ফেলে বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ‘বিকল্প ওপেনার’ মেহেদি হাসান মিরাজকে দিয়ে শুরু করে টাইগাররা। মিরাজের ওপর ভরসা রাখার প্রতিদানও মিলেছে।
দীর্ঘ সাত ম্যাচ পরে বাংলাদশের উদ্বোধনী জুটিতে অর্ধশতক পেরিয়েছে। আর এই ইনিংসে মিরাজের অবদান অনস্বীকার্য। ৬০ রানের জুটি ভাঙে নাঈম শেখ ফিরলে। তবে উইকেটের এক প্রান্ত আঁকড়ে রেখে দারুণ ব্যাট করতে থাকেন মিরাজ। ধীরে ধীরে এগিয়েছেন অর্ধশতকের দিকে। শেষ পর্যন্ত ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে পূর্ণ করেন অর্ধশতক।
নবির বলে লেগ সাইডে ঘুরিয়ে খেলে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি পূর্ণ করলেন মিরাজ। ফিফটিতে যেতে তার লেগেছে ৬৫ বল। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন ভারতের বিপক্ষে। ক্যারিয়ারের আগের দুটি ফিফটি এসেছিল আট নম্বরে ব্যাট করে। যার মধ্যে একটি আফগানিস্তানের বিপক্ষে। গত বছর খেলেছিলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ২৮.৩ ওভারে ২ উইকেটে ১৫১। মিরাজ ৬৫ আর শান্ত ৪৪ রানে ব্যাট করছেন।
সারাবাংলা/এসএস
এশিয়া কাপ ২০২৩ টপ নিউজ বাংলাদেশ বনাম আফগানিস্তান মেহেদি হাসান মিরাজ