বাঁচা-মরার লড়াইয়ে একাদশে বড় পরির্তনের আভাস
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৬
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে বড় বিপদে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতেই বিদায়ের শঙ্কায় সাকিব আল হাসানের দল। আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই হারলে বিদায় নিশ্চিত। টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই।
এমন মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন একাদশ সাজাবে বাংলাদেশ, চলুন আলোচনা করা যাক। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিতই। পরিবর্তন হতে পারে তিনটিও।
বাংলাদেশের তরুণ ওপেনিং জুটি শ্রীলংকার বিপক্ষে পুরোপুরি ব্যর্থ। এছাড়া টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারের আধিক্য নিয়ে কথা হচ্ছে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ দুজনই বাঁহাতি। তিনে খেলা নাজমুল হোসেন শান্ত ও চারে খেলা সাকিব আল হাসানও বাঁহাতি। ফলে টপ অর্ডারে একজন ডানহাতি ব্যাটারের আলোচনা বারবারই আসে। সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। লিটন কুমারের ইনজুরির কারণে হঠাৎ-ই স্কোয়াডে জায়গা পেয়েছেন বিজয়।
সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম ও নাঈম শেখের মধ্যকার একজন। তিন, চার, পাঁচ, ছয় নম্বারে যথাক্রমে- নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম। সাত নম্বর পজিশনে পরিবর্তন অনেকটা নিশ্চিত।
শ্রীলংকার বিপক্ষে ছয়জন ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। তাতে সাত নম্বরে ব্যাটিং করেছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কিন্তু আফগানিস্তানের বোলিং গভীরতা শ্রীলংকার চেয়ে বেশি। ফলে একাদশে একজন বাড়তি বোলারের চেয়ে একজন বাড়তি ব্যাটার নেওয়ার চিন্তাই টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সাত নম্বরের বিবেচনায় একাদশে থাকতে পারেন আফিফ হোসেন ধ্রুব।
আট নম্বরে ব্যাটিং করবেন মেহেদি হাসান মিরাজ। সেক্ষেত্রে বাদ পড়তে হবে শেখ মাহেদিকে। পেস আক্রমণে পরিবর্তন আসবে। শ্রীলংকার বিপক্ষে একাদশে ছিলেন না তরুণ হাসান মাহমুদ। হাসানের আজ একাদশে থাকা প্রায় নিশ্চিত। নিশ্চিত তাসকিন আহমেদও। বাকি একটি জায়গায় মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের মধ্য থেকে একজন থাকবেন একাদশে।
মোস্তাফিজ অনেকদিন যাবত অফ ফর্মে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও সুবিধা করতে পারেননি। ফলে তাকে বসিয়ে শরিফুলকে একাদশে রাখার চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার অভিজ্ঞতার কথা চিন্তা করে মোস্তাফিজ আরও একটা সুযোগ পেতেই পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস