Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের পেস আগুনে পুড়ে ২৬৬ রানে আটকে গেল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১

শুরুতেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়ে ভারতের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন শাহিন শাহ আফ্রিদি। হার্দিক পান্ডিয়া, ইশান কিষাণ পরে শক্ত একটা জুটি গড়ে ভারতকে টানছিলেন। কিন্তু আবারও জোড়া আঘাত হানেন শাহিন। পাকিস্তানের অপর পেসার হারিস রউফ, নাসিম শাহও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছেন। সব মিলিয়ে পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি ভারত।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দ্বৈরথে আগে ব্যাটিং করতে নেমে ২৬৬ রানে আটকে গেছে ভারত। ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে বাড়তি চর্চা হচ্ছিল। কারণ অনেকদিন যাবতই দুর্দান্ত পারফর্ম করছেন পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। এই তিনজন আজ নাচিয়ে ছাড়ল ভারতকেও। ভারতের দশ উইকেট এই তিনজনই ভাগ করে নিয়েছেন। শাহিন চারটি, হারিস ও নাসিম তিনটি করে।

বিজ্ঞাপন

শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলংকার পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পরে রোহিতের সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতে দেননি শাহিন আফ্রিদি।

নতুন বলে সুইংয়ে নাভিশ্বাস তুলে ছেড়েছেন ভারতীয় ব্যাটারদের। দুর্দান্ত এক ইনসুইংয়ে রোহিত শর্মার স্ট্যাম্প উড়িয়েছেন  ভারতের দলীয় ১৫ রানের মাথায়। খানিক বাদে বিরাট কোহলিকেও বোল্ড করেছেন শাহিন। অফস্ট্যাম্পের বাইরে তার আউট সুইং করে বেরিয়ে যাওয়া বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন কোহলি (৪)।

তরুণ ওপেনার শুভমান গিল সংগ্রাম করে অনেকক্ষণ ক্রিজে থাকলেও রান পাননি। ২২ বলে ১১ রান করে ফিরেছেন হারিস রউফের বলে। শ্রেয়াস আয়ার ৯ বলে ১৪ রান করে হারিস রউফের শিকার হলে ৬৬ রানে প্রথম চার ব্যাটারকে হারায় ভারত। সেখান থেকেই হার্দিক পান্ডিয়া ও ইশান কিষাণের প্রতিরোধ।

বিজ্ঞাপন

মাঝের ওভারগুলোতে স্পিনারদের ক্রমাগত বোলিং করিয়ে গেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন হার্দিক-ইশান। পঞ্চম উইকেটে ১৪১ বলে ১৩৮ রান তোলেন দুজন। দুজনই সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন।

কিন্তু বাবর স্পিন বাদ দিয়ে পেসারদের আক্রমণে আনলে আবারও টপাটপ উইকেট হারিয়েছে ভারত। হারিস রউফকে হাঁকাতে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দিয়েছেন ইশান। ফেরার আগে ৮১ বলে ৯টি চার ২টি ছয়ে ৮২ রান করেছেন তরুণ ব্যাটার। হার্দিক পান্ডিয়াকে ফিরিয়েছেন শাহিন আফ্রিদি। ৯০ বলে ৭টি চার ১টি ছয়ে হার্দিকের ৮৭ রানের ইনিংসটি থেমেছে শাহিনের হিসেবি এক স্লোয়ারে।

এই দুজন ফেরার পর আর দাঁড়াতে পারেনি দলের অন্যরা। রবীন্দ্র জাদেজাকে (২২ বলে ১৪) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন শাহিন আফ্রিদি। এরপর কেবল জাসপ্রিত বুমরাহই কেবল দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন, ১৪ বলে ১৬।

৪৮.৫ ওভারে ২৬৬ রানে গুটিয়ে গেছে ভারত। শাহিন ১০ ওভার বোলিং করে দুটি মেডেনে ৩৫ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। নাসিম শাহ ৮.৫ ওভারে ৩৬ রানে তিনটি উইকেট নিয়েছেন। হারিস রউফ ৯ ওভারে ৫৮ রানে তিনটি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৩ ভারত-পাকিস্তান ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর