Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন আগেই একাদশ জানিয়েছে পাকিস্তান, কেমন হচ্ছে ভারতের একাদশ?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০০

এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। এশিয়ার দুই পরাশক্তিধর দলের মুখোমুখি লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায় ম্যাচটা শুরু হবে শ্রীলংকার পাল্লেকেলেতে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ পুরো এশিয়ান ক্রিকেট জুড়েই।

শক্তির বিচারে দুই দলের বর্তমান অবস্থান প্রায় সমানে সমান। ভারতের শক্তিশালী লম্বা ব্যাটিং লাইনআপ, সঙ্গে জাসপ্রিত বুমরাহর পেসও থাকছে। অপর দিকে পাকিস্তানের পাকিস্তানের বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণের সঙ্গে ব্যাট হাতে বাবর আজমের অসাধারণ ফর্ম। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি এক লাড়ই দেখার প্রত্যাশা ক্রিকেটমোদীদের।

বিজ্ঞাপন

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে কদিন আগে এক নম্বরে উঠে বসেছে পাকিস্তান। অপর দিকে ভারত তিন নম্বরে। এবারের এশিয়া কাপে ম্যাচের একদিন আগেই একাদশ জানিয়ে দেওয়ার ‘প্রথা’ চালু করেছে পাকিস্তান। নেপালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের একদিন আগেই একাদশ জানিয়ে নিয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ম্যাচের আগেও একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। তাতে তেমন কোনো চমক নেই। গতকাল প্রকাশিত পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি, নেপালের বিপক্ষে ম্যাচের একাদশটাই রাখা হয়েছে।

অপর দিকে ভারত এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। মাত্র চোট থেকে ফেরা লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে এই ম্যাচে না পাওয়ার সম্ভবনাই বেশি। সেক্ষেত্রে ভারতের ব্যাটিং লাইনআপে যুক্ত হতে পারেন দুই তরুণ ইশান কিষান ও শ্রেয়াস আয়ার।

এছাড়া রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের থাকার বিষয়টি অনুমিতই। ব্যাটিংয়ে সাত নম্বর পজিশনে থাকবেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একমাত্র স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদবকেই বেছে নেওয়ার সম্ভবনা বেশি। পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের সঙ্গে মোহাম্মদ শামি বা শারদুল ঠাকুরের মধ্য থেকে একজনকে দেখা যেতে পারে একাদশে।

বিজ্ঞাপন

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর/মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জামপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৩ ভারত-পাকিস্তান ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর