যেভাবে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ
১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৮
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপের যাত্রাটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে শুরুতেই। সোজা কথায় বললে শুরুতেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় সাকিব আল হাসানের দল।
অবশ্য ‘যদি’ ‘কিন্তু’র হিসেব মিললে সুপার ফোরে যেতেও পারে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারার পর টাইগাররা কিভাবে পরবর্তী রাউন্ডে যেতে পারে চলুন আলোচনা করা যাক-
দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপ খেলছে মোট ছয়টি দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলংকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপ থেকে সুপার ফোরে যাবে দুটি করে দল। গ্রুপ পর্বে দুটি ম্যাচ পাবে দলগুলো। ফলে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তাদের গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটি হেরেছে পাঁচ উইকেটে।
আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। টাইগাররা সেই ম্যাচও হারলে সুপার ফোরে উঠার সব রাস্তা বন্ধ। তবে বাংলাদেশ ম্যাচটা জিতলে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা বেরুবে।
আফগানিস্তান তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। আফগানরা বাংলাদেশের বিপক্ষে হারার পর যদি শ্রীলংকার বিপক্ষেও হারে তবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠে যাবে।
আফগানরা বাংলাদেশের বিপক্ষে হারার পর যদি শ্রীলংকার বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে তিন দলের পয়েন্টই হবে সমান। তখন রান রেটের হিসেব আসবে। বাংলাদেশ এখন পর্যন্ত সেই হিসেবে বেশ পিছিয়েই আছে।
শ্রীলংকার বিপক্ষে কাল আগে ব্যাটিং করে ১৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে ৫ উইকেট হারিয়ে ৩৯ ওভারেই জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। যাতে বর্তমানে বাংলাদেশের রানরেট -০.৯৫১। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে রানরেট বাড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের।
তবে কাজটা মোটেও সহজ নয়। কারণ আফগানরা ওয়ানডেতেও এখন যথেষ্ট ভালো দল। তাছাড়া বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানেও তারা। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা হবে পাকিস্তানের লাহোরে। গতকাল শ্রীলংকার পাল্লেকেলেতে ম্যাচ খেলা বাংলাদেশ আজ পাকিস্তানে গিয়ে পৌঁছেছে। যাত্রার ধকল থাকবে এবং ম্যাচের আগে বেশি অনুশীলন করারও সুযোগ নেই টাইগারদের।
অপর দিকে বেশ কিছুদিন যাবত পাকিস্তানে অনুশীলন করে যাচ্ছেন আফগানরা। কিছুদিন আগে পাকিস্তানে সিরিজও খেলেছে দলটি। সেটাও আফগানদের সাহায্য করবে নিশ্চয়।
গতকাল ম্যাচে বাংলাদেশের পক্ষে ৮৯ রান করা নাজমুল হোসেন শান্ত বলছিলেন, আপাতত অতো হিসেব করতে চায় না তারা। আফগানিস্তানের বিপক্ষে জয়টা নিশ্চিত করার চিন্তাই তারা আপাতত করছে, বাকি সমীকরণের হিসেব পরে।
শান্ত বলছিলেন, ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। জেতার জন্যই খেলব। জেতার পর কী পরিস্থিতি দাঁড়াবে তখনই বোঝা যাবে। অবশ্যই সম্ভব (সুপার ফোরে যাওয়া)। তবে এত দূরে চিন্তা না করে পরবর্তী ম্যাচ কীভাবে জিততে পারি সেটা নিয়ে পরিকল্পনা করা ও প্রস্তুতি নেওয়া (দরকার আমাদের)।’
সারাবাংলা/এসএইচএস