সহজ গ্রুপে বার্সা-রিয়াল, মৃত্যুকূপে পিএসজি
১ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৮
পিএসজির একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন বহুদিনের। সেই স্বপ্ন পূরণে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিকে একত্র করেছিল দলটি। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। সময়ের পালাক্রমে মেসি, নেইমার পিএসজি ছেড়ে গেছেন। দলটির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণে দায়িত্ব এখন কিলিয়ান এমবাপ্পের কাঁধে। ফরাসি তরুণ পারবেন কিনা সেটা পরের কথা। তবে শুরুতেই বড় পরীক্ষায় পড়তে হচ্ছে তাকে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে তুলনামূলক কঠিন গ্রুপেই পরেছে পিএসজি। এদিকে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সহজ গ্রুপেই পরেছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও সহজ গ্রুপে পরেছে।
‘এফ’ গ্রুপে পিএসজির সঙ্গে আছে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির এসি মিলান ও স্পেনেরর নিউক্যাসল ইউনাইটেড। তিন ক্লাবই সম্প্রতি দারুণ ফুটবল খেলছে। চার দলের মধ্যে দুই দল যাবে পরের রাউন্ডে। ফলে দলটির কাজটা বেশ কঠিনই বলতে হবে।
গ্রুপ ‘এ’তে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেডর সঙ্গে পরেছে কোপেনহেগেন ও গালাতাসারাই। গ্রুপ ‘সি’তে রিয়াল মাদ্রিদের সঙ্গি নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। গ্রুপ ‘এইচ’ এ বার্সেলোনার সঙ্গে আছে পোর্তো, শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্প।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ‘জি’ গ্রুপে আরও আছে ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়াং বয়েজ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাস-
গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ ‘বি’: আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস
গ্রুপ ‘সি’: রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ ‘ই’: আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ ‘এফ’: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ ‘এইচ’: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ার্প
সারাবাংলা/এসএইচএস