Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬ রানেই নেই তিন উইকেট

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৩ ১৬:৩৩

টস জিতে ব্যাট নেওয়াটাই যেন ভুল হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। শুরুতেই ওপেনার তানজিদ, এরপর কিছুটা প্রতিরোধ গড়েই ফিরলেন নাঈম শেখ। তারপর সাকিব আল হাসানও পারলেন না দলের হাল ধরতে। এতেই দলীয় সংগ্রহ ৩৬ হতেই তিন উইকেট নেই বাংলাদেশের।

মহেশ তিকসানার করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। ক্যারম বলে লাইন পুরো মিস করেন তামিম। ব্যাট মিস করে সোজা গিয়ে লাগে প্যাডে। আর তাই তো রিভিউ নেওয়ার প্রয়োজন মনেই করেননি তিনি। ওভারের শেষ বলে আবেদন হয়েছিল নাঈমের বিপক্ষেও, রিভিউও নেয় শ্রীলংকা। তবে তিকসানার বলটি পড়েছিল লেগ স্টাম্পের বাইরে। ১.২ ওভারে ৪ রানে প্রথম উইকেটের পতন বাংলাদেশের।

বিজ্ঞাপন

অভিষেকে শূন্য ‘নতুন তামিমের’

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার নাঈম শেখ। আশাও জাগান তিনি। তবে ২৩ বলে ১৬ রান করে বিলিয়ে এলেন নিজের উইকেট। ৮ম ওভারে প্রথমবার বল হাতে নেন ধনঞ্জয়া ডি সিলভা। চতুর্থ বলে উইকেট ছেড়ে বড় শট খেলার চেষ্টা করেন নাঈম। তবে কিছুটা টেনে দেওয়া ডেলিভারির পিচ পর্যন্ত যেতে পারেননি। দূর থেকে শট খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় আকাশে। পয়েন্টে সহজ ক্যাচ নেন পাথুম নিসানকা। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান।

চারে ব্যাট হাতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। বিপদ সামাল দেওয়ার চেষ্টাও চালান সাকিব। তবে পারেননি বেশি সময় উইকেটে টিকে থাকতে। দলের বিপর্যয় সামাল দেওয়া তো পরের কথা উল্টো উইকেট বিলিয়ে দিয়ে চাপ বাড়ান টাইগার দলপতি।

১১তম ওভারে বল হাতে আসেন মাতিশা পাতিরানা। বল হাতে এসে চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে করেন। বাড়তি বাউন্সের বলে একটু যেন চমকেই গেলেন সাকিব। কাট করতে চেয়েছিলেন, তবে শট খেলে ফেলেন আগেভাগেই। আউটসাইড এজ যায় উইকেটের পেছনে, কুশল মেন্ডিস বাঁদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছেন। আর তাতেই শেষ সাকিবের ইনিংস। বাংলাদেশ ৩৬ রানেই হারাল তৃতীয় উইকেট।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ১২ ওভারে ৩ উইকেটে ৪২ রান। শান্ত ১৬ আর হৃদয় ৩ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ ২০২৩ টপ নিউজ বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর