অলরাউন্ড ক্রিকেটেই লংকা বধ চান সাকিব, হুঙ্কার শানাকারও
৩০ আগস্ট ২০২৩ ২২:৪৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ১৪:৪৯
বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলংকার পাল্লেকেলেতে এশিয়া কাপ ২০২৩’র নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এশিয়া কাপ শুরুর আগে দুই দলই চোটে জর্জরিত। বাংলাদেশের মূল দলের তিন ক্রিকেটার, অন্যদিকে শ্রীলংকার মূল দলের চার ক্রিকেটার চোটে দলের বাইরে। তবুও অলরাউন্ড ক্রিকেট খেলে জিততে চান টাইগার দলপতি সাকিব আল হাসান। অন্যদিকে দাসুন শানাকাও হুঙ্কার দিলেন তাদের ঘরের মাঠেই খেলা।
চোটে পড়ে শ্রীলংকার প্রধান তিন পেসার দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা স্কোয়াড থেকেই ছিটকে গেছেন। আর সেই সঙ্গে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গারও শেষ পর্যন্ত চোটের কারণে দলে জায়গা হয়নি। অন্যদিকে বাংলাদেশ দলেও আছে চোটের থাবা। তামিম ইকবাল খান আর ইবাদত হোসেন আগেই ইনজুরিতে দলের বাইরে চলে গেছেন। এরপর সেই মিছিলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ওপেনিং ব্যাটার লিটন দাসও।
এবার তাই কিছুটা কপালে ভাঁজ অধিনায়ক সাকিব আল হাসানের। তবে লংকানদেরও যে ইনজুরি সমস্যা রয়েছে সেটাও মাথায় আছে এই টাইগার দলপতির। তাই দুই দলেরই সমান সুযোগ দেখেছেন তিনি।
সাকিব বলেন, ‘আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো করবে তারাই জিতেবে। দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম। দুই দলের জন্যই সমান সুযোগ। আমরা একটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে জিততে চাই না। সব ডিপার্টমেন্টে ভালো খেলতে চাই। আমরা প্রতিটি ডিপার্টমেন্টে ভালো করতে চাই; সেটা পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং-ফিল্ডিং হতে পারে; এই চার বিভাগে ভালো খেললে জয়ের সম্ভাবনা ভালো থাকবে। আমরা অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই।’
অন্যদিকে হুঙ্কার ছেড়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। এশিয়া কাপে প্রথম ম্যাচটা তারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে। সুপার ফোরে যেতে পারলে সবগুলো ম্যাচ হোমে পাবে তারা। টি-২০ ফরম্যাটে গত বছর এশিয়া কাপ জেতা শানাকা মনে করিয়ে দিলেন, কিছু সুবিধা তো তারা পাবেনই।
শানাকা বলেন, ‘আমরা আমাদের ঘরের মাঠে খেলছি। তার মানে কিছু সুবিধা আমরা বেশি পাবো। হ্যা, ইনজুরির কারণে কিছু খেলোয়াড় এশিয়া কাপে অংশ নিতে পারছে না। কিন্তু আমি নিশ্চিত যারা দলে আছে তাদের নিয়ে আমরা ভালো দল, আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারবো।’
সারাবাংলা/এসএস