Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ১৫:৫৪

স্প্যানিশ লা লিগার মৌসুম শুরু হতে না হতেই একের পর এক চোটের ধাক্কায় রিয়াল মাদ্রিদ। থিবো কোর্তোয়া দিয়ে শুরু। এরপর গোটা মৌসুমের জন্য ছিটকে গেলেন ডিফেন্ডার এডার মিলিতাও। সেই মিছিলে এবার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও। ডান পায়ের পেশির চোটে বেশ দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।

গেল শুক্রবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ভিনিসিয়াস। ম্যাচের ১৮ মিনিটের মাথায় এই চোটে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে যদিও রিয়াল কোচ আনচেলোত্তি জানান মাত্র এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে ভিনিসিয়াসকে। তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর জান গেল ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডকে।

বিজ্ঞাপন

ক্লাবের পক্ষ থেকে ফেরার সম্ভাব্য সময় জানানো হয়নি। কয়েক সপ্তাহ বাইরে থাকার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তবে সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবর, অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এই তারকাকে।

গোটা সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারবেন না ভিনিসিয়াস। আর সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার কথা থাকলেও সেই ম্যাচেও আর খেলা হবে না ভিনির।

থিবো কোর্তোয়া, এডার মিলিতাও আর সদ্যই রিয়ালে নাম লেখানো আর্দা গুলারও চোটের কারণে মাঠের বাইরে। এর আগে মিডফিল্ডার দানি সেবায়োস আর ডিফেন্ডার এডুয়ার্ড মেন্ডিও চোটে ছিটকে যান দীর্ঘ সময়ের জন্য। এবার সেই তালিকায় ভিনিসিয়াস।

সারাবাংলা/এসএস

চোট ভিনিসিয়াস জুনিয়র মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর