Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে চায় পরী, সাকিবের না

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ আগস্ট ২০২৩ ১৮:০৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ১৮:৪৫

পরীমণি ও সাকিব আল হাসান─একজন দেশি চলচ্চিত্রের সুপারস্টার, আরেকজন ক্রিকেটে বিশ্ব সেরা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় দুজনেরই ফলোয়ার কোটির উপরে। এতদিন দেশি সেলেব্রিটিদের মধ্যে ফলোয়ার সংখ্যায় শীর্ষে পরী। তবে এবার তাকে ছাড়িয়ে শীর্ষে চলে এসেছেন ক্রিকেটের পোস্টার বয় সাকিব।

তাদের দুজনের এ লড়াইটা মূলত ফেসবুক পেইজে ফলোয়ার নিয়ে। কদিন আগেও এককভাবে পরীমণির পেইজের ফলোয়ার ছিল দেড় কোটির উপরে। সাকিবের কিছুটা কম ছিল। তবে একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান অনলাইন ক্যাম্পেইনের পর সম্প্রতি সাকিবের ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখে। ফলে দেশি তারকাদের মধ্যে ফেসবুকে ফলোয়ার সংখ্যায় একক আধিপত্য সাকিবের।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ আগস্ট) পরীমণিকে ফলোয়ার সংখ্যায় পেছনে ফেলেন সাকিব। দুজনেই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ক্যাম্পেইন নিয়ে পোস্ট দিয়েছিলেন।

সাকিবের একটি পোস্ট শেয়ার করে পরী লেখেন, ‘খেলা হবে’। এই ক্রিকেটার ফেসবুকে লিখেছিলেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি’। নায়িকার পোস্টের পরই ফলোয়ারের খেলায় যেন পরীকে সরিয়ে দিলেন সাকিব!

সারাবাংলা/এজেডএস

ছাড়িয়ে গেলেন পরীমণি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর