Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব-হাথুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৩ ১৫:৪০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ১৮:২১

রাত পোহালে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বেন বাংলাদেশি ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি ক্রিকেটারদের প্রস্তুতিপর্ব শেষ হয়েছে গতকাল। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বললেন, এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে।

এশিয়া কাপকে সামনে রেখে অনেকদিন যাবত প্রস্তুতি ক্যাম্প করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটারদের স্কিল ট্রেনিং হয়েছে অনেকটা আড়ালেই। স্কিল ট্রেনিংয়ের বেশিরভাগ সময় সংবাদমাধ্যমকে উপেক্ষা করা হয়েছে। হাথুরুসিংহে জানালেন, আড়ালে প্রস্তুতি পর্বটা বেশ ভালোভাবেই সেরেছেন তার শিষ্যরা।

বিজ্ঞাপন

এশিয়া কাপ খেলতে কাল দুপুর ১২.৫৫ মিনিটে শ্রীলংকার বিমান ধরবেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজ শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এক প্রশ্নের উত্তরে ক্রিকেটারদের প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন দুজনই।

চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। এরপর সাত দিন আমরা স্কিল নিয়ে কাজ করেছি যেখানে ট‌্যাকনিক‌্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচদিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই।’

‘আমরা অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম‌্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।’- যোগ করেছেন হাথুরুসিংহে।

পরে কোচের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। এশিয়া কাপে বাংলাদেশ সব ম্যাচ জেতার চেষ্টা করবে বলেছেন কদিন আগে পূনরায় অধিনায়কত্ব পাওয়া সাকিব, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন‌্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম‌্যাচ আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ। আমরা ম‌্যাচ বাই ম‌্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম‌্যাচ জেতার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

এশিয়া কাপ মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলংকা।

সারাবাংলা/এসএইচএস

চন্ডিকা হাথুরুসিংহে সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর