সম্মতি ছিল না হেরমোসোর, রুবিয়ালস থাকলে খেলবে না বিশ্বকাপজয়ীরা
২৬ আগস্ট ২০২৩ ১২:৪৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ১৪:১৮
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে এনেছে স্পেনের মেয়েরা। বিশ্বকাপ জয়ের পর কোথায় উল্লাসে ভাসবে গোটা স্প্যানিশ দলের খেলোয়াড়রা। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশনের সভাপরি লুইস রুবিয়ালসের কান্ডে বিশ্বকাপ আনন্দ ম্লান হয়ে এখন রীতিমত অপমানিত হতে হয়েছে খেলোয়াড়দের। বিশ্বকাপ শিরোপা জয়ের পর বিজয়মঞ্চে বিশ্বকাপজয়ী তারকা হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দিয়েছিলেন রুবিয়ালস।
বিজয়মঞ্চে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতির এমন কান্ডের পর তুমুল সমালোচনা শুরু হয় তাকে ঘিরে। এরপর তার পদত্যাগের দাবিও করা হয়। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুবিয়ালস জানিয়েছেন, চুমুতে সম্মতি ছিল হেরমেসোর। তাই তিনি পদত্যাগ করবেন না। রুবিয়ালসের এমন দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে দিয়েছেন হিনি হেরমোসো। তিনি জানিয়েছেন, চুমুতে তার কোনো সম্মতি ছিল না। আর তাতেই পরিস্থিতি আরও জটিল হয়েছে।
রুবিয়ালস পদত্যাগ করতে অসম্মতি জানানোর পর স্পেনের নারী বিশ্বকাপজয়ী ২৩ জন খেলোয়াড়সহ মোট ৮১ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা জানিয়েছেন, রুবিয়ালস সরে না দাঁড়ানো পর্যন্ত স্পেনের হয়ে আর মাঠেই নামবেন না তারা। ৪৬ বছর বয়সী রুবিয়ালেসকে বরখাস্ত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকার। ফিফাও শৃঙ্খলা ভাঙার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) শুক্রবার (২৫ আগস্ট) বিশেষ সভায় রুবিয়ালসের পদত্যাগের আশা করেছিলেন অনেকেই। কিন্তু কিন্তু সভায় রুবিয়ালেস বলেছেন, ‘আমি পদত্যাগ করব না। কিছুতেই না।’
হেরমোসোকে চুমু দেওয়া প্রসঙ্গে রুবিয়ালস দাবি করেন, ‘হেনিই আমাকে এতটা উচ্ছ্বসিত করেছিল। বলেছিলাম, পেনাল্টিটা ভুলে যাও। আমি কি ছোট্ট একটা চুমু দেব তোমার গালে? সে সম্মতি দিয়ে বলেছিল, ঠিক আছে। চুমুটা দুইজনের সম্মতিতেই হয়েছে।’
রুবিয়ালসের এমন দাবির পরেই নিজের ইনস্টাগ্রাম থেকে বিবৃতি দিয়েছেন হেরমোসো। এবং সেখানে রুবিয়ালসের দাবি সম্পর্ণ মিথ্যা বলেও জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
হেরমোসো বলেন, ‘রুবিয়ালস তার বক্তব্যে যা দাবি করেছে তা সম্পর্ণ মিথ্যা। আমি চুমুর ব্যাপারে তাকে কোনো সম্মতি দেইনি। এমনকি তার সঙ্গে এটা নিয়ে আমার কোনো কথাই হয়নি। এগুলো মিথ্যা এবং নিজের সুবিধার জন্য কাউকে নিয়ন্ত্রণ করার যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন, সেটারই অংশ। আমি এটি জানানোর প্রয়োজন অনুভব করেছি, কারণ আমি বিশ্বাস করি, খেলাধুলা কিংবা যেকোনো কাজের জায়গায় অসম্মতির পরও কেউ যেন এমন আচরণের শিকার না হয়। নিজেকে অসহায় লেগেছে, আবেগে পরিচালিত একজন যৌনতাবাদী মানুষের স্থান-কাল-পাত্র ভুলে যাওয়া আচরণ, যেখানে আমার কোনো সম্মতি ছিল না। সহজ ভাষায়, আমাকে সম্মান দেওয়া হয়নি।’
রুবিয়ালস পদত্যাগ না করায় স্পেনের নারী ফুটবলারদের সংগঠন ‘ফুটপ্রো’ জানিয়েছে তাদের সিদ্ধান্তের কথা। হেরমোসো’র সঙ্গে আরও ৮০ ফুটবলার যৌথভাবে সম্মতি দিয়েছে যে বর্তমান সভাপতির পদত্যাগের আগে তারা আর মাঠে ফিরবেন না।
বিবৃতিতে জানানো হয়, ‘বিজয়মঞ্চে যা ঘটেছে তার ভিত্তিতে আমরা বলতে চাই যে, রুবিয়ালসের অধীনে স্পেনের হয়ে আমরা আর খেলব না। এই বিবৃতিতে হেরমোসোসহ আরও ৮০জন খেলোয়াড় স্বাক্ষর করেছেন।’
এদিকে তীব্র সমালোচনার মুখে রুবিয়ালসের শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়াচ্ছেন না। এবং লড়াই চালিয়েও যাবেন তিনি বলে ঘোষণা দিয়েছেন। এরপরেই আসে তার বিরুদ্ধে সরকারের আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা। স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান ভিক্টোর ফ্র্যাঙ্কোস সংবাদ সম্মেলনে বলেন, ক্রীড়া আদালতে দোষী প্রমাণিত হলে সাময়িক নিষিদ্ধ হবেন রুবিয়েলস।
তিনি বলেন, ‘সরকার আজ থেকে প্রক্রিয়া শুরু করেছে, যেন ক্রীড়া আদালতের সামনে রুবিয়েলসকে ব্যাখ্যা দিতে হয়। আর যদি আদালত তাকে দোষী সাব্যস্ত করে, আমি ঘোষণা করতে পারি যে, রুবিয়ালস নিষেধাজ্ঞা পাবেন।’
সারাবাংলা/এসএস
চুমু কান্ড টপ নিউজ নারী ফুটবল বিশ্বকাপ লুইস রুবিয়ালস স্পেনের বিশ্বকাপ জয় হেরমোসো