Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুঁকতে থাকা রিয়ালকে আবারও জেতালেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৩ ০৩:৩৯ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ ০৪:০২

মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই দলের অন্যতম সেরা দুই তারকাকে হারিয়ে বিপদে পড়ে রিয়াল মাদ্রিদ। এবার মৌসুমের তৃতীয় ম্যাচে মাত্র ১৮ মিনিটের মাথায় চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়াস জুনিয়রকে। আর তাতেই আক্রমণভাগের প্রায় পুরো শক্তিই হারিয়ে ফেলে রিয়াল। সেল্টা ডি ভিগোর মাঠে মৌসুমের তৃতীয় ম্যাচে পুরোটা জুড়েই ভুগেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষমেশ অল হোয়াইটসদের ত্রাতা হয়ে এসেছেন জুড বেলিংহাম।

শুক্রবার রাতে সেল্টা ভিগোর মাঠে ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। শুরুতে গোল হজম করলেও ভিএআর দেখে তা রেফারি বাতিল করেন। এরপর পেনাল্টি পেয়েও তা মিস করেন রদ্রিগো। তবে শেষমেশ বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ানো জুড় বেলিংহামই হয়ে উঠলেন রিয়ালের ত্রাতা। টনি ক্রুসের কর্নার থেকে ভেসে আসা বল স্ট্রাইকার জশেলুর মাথায় লেগে চলে যায় বেলিংহামের সামনে। গোলমুখে বল পেয়ে হেড করে জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে নেন এই ইংলিশ তরুণ। রিয়ালের হয়ে এই নিয়ে প্রথম তিন ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি।

বিজ্ঞাপন

রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত শুরু করে সেল্টা ভিগো। দারুণ আক্রমণে ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় গোল করেন ইয়োর্গেন লারসেন। তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে ফাউলের বাঁশি বাজান রেফারি। কর্নারের সময় রিয়ালের জার্সিতে অভিষেক হওয়া গোলরক্ষক কেপাকে ফাউল করেন লারসেন। আর তাতেই রক্ষা রিয়ালের।

এর মিনিট তিনেক পর সুযোগ আসে রিয়ালের সামনেও। ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেদেরিখো ভালভার্দের বুলেট শট বিপদমুক্ত করতে পারেননি সেল্টা গোলরক্ষক। গ্লাভস গলিয়ে বল বেরিয়ে আসলেও রিয়ালের কেউই তা নিয়ন্ত্রণে নিয়ে শট নিতে পারেননি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা আসে রিয়াল শিবিরে। চোটের জন্য অস্বস্তির ইশারা দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরও চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু বেশিক্ষণ পারেননি। ১৮তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয়ে এই তারকাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন হোসেলু। ভিনিসিয়াস মাঠ ছাড়ার পরেই ছন্ন ছাড়া হয়ে খেলতে থাকে রিয়াল। আক্রমণ উঠলেও যেন কোনো দিশা খুঁজে পাচ্ছিল না লস ব্ল্যাঙ্কোসরা।

রিয়ালের আক্রমণের দুর্বলতার সুযোগ নিয়ে বেশ কয়েকটি আক্রমণ সাজায় সেল্টাও। তবে শেষ টানতে পারেনি সেসব আক্রমণের। যদিও ৪৩তম মিনিটে জালে বল পাঠান হোসেলু। কিন্তু অফসাইডে থাকায় মেলেনি গোল। দুই মিনিট পর সুযোগ হাতছাড়া করেন জোনাথান বাম্বা। সেল্টার এই মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। এতেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিল রিয়াল। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৬৮তম মিনিটে রদ্রিগোর স্পট কিক ঠেকিয়ে দেন সেল্টা গোলরক্ষক ভিয়ার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সেল্টা ভিগোর গোলরক্ষকের ফাউল করাতেই মৌসুমে নিজেদের প্রথম পেনাল্টি পেয়েছিল রিয়াল।

অবশেষে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। ৮১তম মিনিটে টনি ক্রুসের কর্নারে হোসেলুর হেডে বল পান ইংলিশ মিডফিল্ডার। খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচের সবকটিতেই গোল করলেন বেলিংহাম। আর সেল্টার বিপক্ষে ম্যাচ জেতানো গোলটি চলতি মৌসুমে তার চতুর্থ গোল। আর এই গোলই সেল্টার সঙ্গে পার্থক্য গড়ে দেয় রিয়ালের ম্যাচের।

মৌসুমের প্রথম তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এরপর ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে রায়ো ভায়োকানো দুইয়ে আর ভ্যালেন্সিয়া আছে তিনে। এক ম্যাচ কম খেলা স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ৪ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

সারাবাংলা/এসএস

জুড বেলিংহাম টপ নিউজ সেল্টা ভিগো বনাম রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর