Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা-ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৩ ০০:০৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ ০০:০৭

অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ভারতের তিনটি ভেন্যু- গুয়াহাটি, হায়দরাবাদ ও থিরুভানান্থাপুরামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলো। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলংকার। ২ সেপ্টেম্বর গুয়াহাটিতেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিজ্ঞাপন

দলগুলো চাইলে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ জনকেই খেলাতে পারবে এই ম্যাচে। বিশ্বকাপের মূল ম্যাচের মতো দর্শকরা এই ম্যাচগুলোও টিকিট কেটে দেখতে পারবেন। টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।

বিশ্বকাপের মূল আসরের পর্দা উঠবে ৫ অক্টোবর থেকে। আহমেদাবাদে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর।

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর