Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর হাত ধরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল নাসের

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৩ ১৫:০৫

ক্রিস্টিয়ানো রোনাদলোর আগমনের পর বদলে গেছে সৌদি আরবের ফুটবল তো বটেই সেই সঙ্গে গোটা এশিয়ান ফুটবলও। এবার গোটা বিশ্বের নজর এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ এশিয়ান চ্যাম্পিয়নস লিগ। রোনালদো আল নাসেরে নাম লেখানোর পর ইতোমধ্যেই আল নাসের জিতেছে নিজেদের ইতিহাসে প্রথম আরব কাপের শিরোপা। এবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিল তার দল।

মঙ্গলবার রিয়াদে শাবাব আল আহলির বিপক্ষে ইনজুরি টাইমে জিতে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করেছে আল নাসের। মরসুল পার্কের প্লে অফে পেছনে থেকেও ৪-২ গোলে জিতেছে তারা। ব্রাজিলিয়ান অ্যান্ডারসন টালিস্কা করেন জোড়া গোল।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৮ মিনিট পর্যন্তও ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসের। তবে তখনও হাল ছাড়েনি রোনালদোর দল। তবে যোগ করা অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর আগে সুলতান আল ঘানামের গোলে সমতায় ফেরে আল নাসের। এরপর ৯৫তম মিনিটে অ্যান্ডারসন টালিস্কা আর ৯৭তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোল ৪-২ ব্যবধানের জয় পায় আল নাসের।

প্রথমার্ধ শেষে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন রোনালদো। আল নাসের অধিনায়কের দাবি দুটি পেনাল্টি তারা পেতেন। রেফারিকে ধাক্কাও দিতে দেখা গেছে তাকে। শেষ পর্যন্ত পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নের মুখেই ফুটেছে হাসি। প্রথমবার খেলতে যাচ্ছেন এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায়।

সারাবাংলা/এসএস

আল নাসের এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ক্রিস্টিয়ানো রোনালদো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর