Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিথ স্ট্রিক আর নেই

সারাবাংলা ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫২

দিন দশেক আগে হিথ স্ট্রিকের মৃত্যুুর খবর ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করেছিল। তারপর তিনি নিজেই জানিয়েছিলেন, ‘আমি ভালো আছি, সব ঠিক আছে।’ কিন্তু ঠিক হতে পারলেন না জিম্বাবুয়ান ক্রিকেটের কিংবদন্তি। ক্যান্সারের কাছে এবার সত্যিই হেরে গেলেন হিথ স্ট্রিক।

রোববার (৩ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে জিম্বাবুয়ান কিংবদন্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক। পরে হিথ স্ট্রিকের বাবা ডেনিসও স্থানীয় সংবাদমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হিথ স্ট্রিকের স্ত্রী নাদিনে ফেসবুকে লিখেছেন, ‘আজ ভোরে, ৩ সেপ্টেম্বর ২০২৩ রোববার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সাথে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষ দিনগুলো পরিবার ও প্রিয়জন বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক দেশটির হয়ে ১০০ টেস্ট উইকেট নেওয়া একমাত্র বোলার। জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা হিথ স্ট্রিক ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশটির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

টেস্টে তার মোট উইকেট ২১৬টি, ওয়ানডেতে ২৩৯টি। পাশাপাশি ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করেছেন হিথ স্ট্রিক, ওয়ানডেতে ২৯৪৩।

খেলা ছাড়ার পর দীর্ঘদিন কোচিং করিয়েছেন জিম্বাবুয়ান কিংবদন্তি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, গুজরাট লায়ন্সের হয়ে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ/এসএইচএস

হিথ স্ট্রিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর