Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৩ ১৫:১২ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ ১৫:১৮

আসন্ন এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। সদ্য ইনজুরি থেকে ফেরা লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ারকে রাখা হয়েছে দলে। দলে আছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা তিলক ভার্মা। একমাত্র ব্যাকআপ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে।

দীর্ঘ দিনের ইনজুরি কাটিয়ে কদিন আগে দলে ফিরেছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। স্বাভাবিকভাবেই এশিয়া কাপের দলে আছেন বুমরাহ। পেস আক্রমণে বুমরাহর সঙ্গে আছেন শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা।

বিজ্ঞাপন

হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার সঙ্গে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে। যুগবেন্দ্রন চাহালের দলে জায়গা হয়নি। দলে আছেন অপর লেগস্পিনার কুলদ্বীপ যাদব।

লোকেশ রাহুলের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন ইশান কিষাণও। ব্যাটিংয়ে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৪ সেপ্টেম্বর। প্রতিপক্ষ নেপাল।

এশিয়া কাপে ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব ও প্রাসিধ কৃষ্ণা।

সারাবাংলা/এসএইচএস

হাইব্রিড এশিয়া কাপ ২০২৩

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর