ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরলেন নেইমার
১৯ আগস্ট ২০২৩ ১৬:১৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ ১৮:০১
কাতার বিশ্বকাপের পর জাতীয় দল থেকে কিছুটা দূরেই ছিলেন নেইমার জুনিয়র। এবার সামনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ব্রাজিল দলে ফিরলেন নেইমার। আগামী বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন নতুন কোচ ফার্নান্দো দিনিজ। তাতে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার।
ক্লাব ফুটবলে বড় পরিবর্তন নেইমার জুনিয়রের। ছয় বছর প্যারিস সেইন্ট জার্মেইতে কাটিয়ে নাম লিখিয়েছেন সৌদি আরবে। মধ্য প্রাচ্যের ক্লাব আল হিলাল নেইমারের নতুন ঠিকানা। আর এরপরেই ফিরলেন ব্রাজিল দলে। এদিকে বেটিং কেলেঙ্কারির অভিযোগে স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার লুকাস পাকুয়েতার।
এদিকে চোটের কারণে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাওয়ের। বার্সেলোনার রাফিনিয়ারও জায়গা হয়নি দলে। আগামী ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ সেপ্টেম্বর পেরুর মাঠে গিয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা।
ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার(লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (অ্যাটলেটিকো পারানায়েনসে)
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল (আর্সেনাল), ইবানেস (আল-আহলি), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), দানিলো (জুভেন্টাস), ভেন্ডারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), রেনান লোদি (অলিম্পিক মার্সেই)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেগা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল ইউনাইটেড)
ফরোয়ার্ড: অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ম্যাথেউস কুনহা (উলভারহ্যাম্পটন), নেইমার জুনিয়র (আল হিলাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
সারাবাংলা/এসএস
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব টপ নিউজ নেইমার বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল