Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৩ ১৬:৩৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ ১৭:৪৯

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। এর আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে সব দলগুলো। নিজেদের গুছিয়ে নিতে কয়েকদিন ধরেই অবসর নেওয়া বেন স্টোকসকে দলে ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। অবশেষে সফলতাও পেয়েছে তারা। ইংল্যান্ডকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া বেন স্টোকস অবসর ভেঙে ফিরেছেন দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষিত দলে আছেন বেন স্টোকস।

বিজ্ঞাপন

তবে স্টোকস ফিরলেও চোটের কারণে দলে নেই জফরা আর্চার। কবে নাগাদ ফিরতে পারেন এই পেসার সে সম্পর্কে এখনো জানা যায়নি কিছুই।এদিকে দ্দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার গাস অ্যাটকিনসন। সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারির হয়ে ২৫ বছর বয়েসী পেসার ২০ উইকেট নিয়ে আলোচনায় আসেন।

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার দুই মাস পর গত বছরের জুলাইয়ে ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান স্টোকস। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে দলে ফেরায় ভারতে অনুষ্ঠেয় আসছে বিশ্বকাপেও তার খেলার জোর সম্ভাবনা তৈরি হলো।

দল ঘোষণার পর ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেন স্টোকসের ফেরা দলের শক্তি বাড়াবে, ‘স্টোকস ফেরায় দলের মান বাড়ছে। তার ম্যাচ জেতানোর ক্ষমতা ও নেতৃত্বের গুণ দলকে সহায়তা করে। আমি নিশ্চিত প্রতিটি ভক্ত তাকে ওয়ানডেতে ফিরতে দেখে আনন্দ পাবে।’

২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে জেতান স্টোকস। দারুণ ছন্দে থাকলেও গত বছর আচমকা ওয়ানডে ছেড়ে দেন তিনি। ৩২ পেরুনো এই অলরাউন্ডারকে আগামী বিশ্বকাপে ফেরাতে তাই বিশেষ অনুরোধ করে ইসিবি। স্টোকস ফিরলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা হয়নি ব্যাটার হ্যারি ব্রুকের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই স্টোকস। সেখানে আছে ব্রুকের নাম।

আগামী ৮ সেপ্টেম্বর কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এই ম্যাচ দিয়েই আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছেন স্টোকস। এই সিরিজের দ্বিতীত ম্যাচ ১০ সেপ্টেম্বর সাউদাম্পটনে, ১৩ সেপ্টম্বর ওভালে তৃতীয় আর ১৫ সেপ্টেম্বর লর্ডসে হবে চতুর্থ ওয়ানডে।

ইংল্যান্ডের ওয়ানডে দল

বিজ্ঞাপন

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

সারাবাংলা/এসএস

অবসর ভেঙে ফিরলেন ইংল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সিরিজ বেন স্টোকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর