Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজিদ হাসানকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১২:৩২ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ ১২:৪০

পিঠের ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপে খেলতে পারছেন না তামিম ইকবাল। একই কারণে কিছুদিন আগে ওয়ানডে দলের নেতৃত্বও ছেড়েছেন তামিম। অভিজ্ঞ তামিমের বদলে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন আরেক তামিম, ২২ বছর বয়সী তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, তরুণ তামিমের ওপর পূর্ণ আস্থা আছে তাদের।

অভিজ্ঞ তামিমের ইনজুরির কারণে দলে একজন ওপেনারকে নিতেই হতো। আর এই সময়টাতেই বেশ ছন্দে আছেন তামিম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। তারপর হাই পারফরম্যান্স ইউনিটে থেকে তৈরি হয়েছেন দীর্ঘদিন ধরে। কিছুদিন আগে শ্রীলংকায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন তানজিদ হাসান তামিম।

বিজ্ঞাপন

চার ম্যাচের ম্যাধ্যে তিনটিতেই হাফ সেঞ্চুরি করা তানজিদ তামিমই ছিলেন বাংলাদেশ দলের সেরা পারফরমার। সব মিলিয়ে তানজিদ তামিমকে দলে নেওয়াটা যুক্তিযুক্তিই।

আজ শনিবার (১২ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার পর তানজিদ তামিমের  অন্তর্ভূক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তানজিদ তামিমের প্রতি আমাদের নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী। ওকে এইচপি ক্যাম্পে অনেক নার্সিং করা হয়েছে। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করেছে। আমরা আশা করি, ও দলের জন্য এবং দেশের জন্য ভালো কিছু দেওয়ার অপেক্ষা করছে।’

মূল একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অবশ্য লড়াই করতে হবে তানজিদ তামিমকে। লিটন দাস একাদশে অটোমেটিক চয়েস। অপর ওপেনার হিসেবে সুযোগ পেতে নাঈম শেখের সঙ্গে লড়তে হবে  তানজিদ হাসানকে।

বিজ্ঞাপন

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন এবং মোহাম্মদ নাইম শেখ।

সারাবাংলা/এসএইচএস

২০২৩ এশিয়া কাপ তানজিদ হাসান তামিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর