Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগস কাপের সেমিতে মিয়ামি, গোল পেয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩ ১০:০৬

লিওনেল মেসির গোলের নেশা কিছুতেই কমছে না। দুর্দান্ত ফর্ম ধরে রেখে একের পর এক ম্যাচে নিজের জাদু দেখিয়ে চলেছেন। এবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও পেলেন গোলের দেখা। আর সেই সঙ্গে তার দল উৎরে গেল সেমিফাইনালে।

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফসির মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। শার্লটকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে সেমির টিকিট নিশ্চিত করে মিয়ামি। নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো টুর্নামেন্টের এত বড় সাফল্য মিয়ামির। একটি করে গোল করেছেন জোসেফ মার্টিনেজ, রবার্ট টেইলর ও লিওনেল মেসি। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।

বিজ্ঞাপন

ম্যাচের ১২ মিনিটেই স্পটকিক থেকে মিয়ামিকে এগিয়ে দেন ভেনিজুয়েলার স্ট্রাইকার জোসেফ মার্টিনেজ। আর বিরতির আগেই মায়ামির রাইটব্যাক আন্দ্রে ইয়েডলিনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর। বিরতির পর শালর্ট ডিফেন্ডার মালান্ডার আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০ হয়। আর ৮৮ মিনিটে কাম্পানার পাস থেকে গোল করেন লিওনেল মেসি। টুর্নামেন্টে ৫ ম্যাচে করেছেন ৮ গোল।

সারাবাংলা/এসএস

ইন্টার মিয়ামি বনাম শার্লট এফসি টপ নিউজ লিওনেল মেসি লিগস কাপ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর