ওয়ানডে অধিনায়ক নিয়ে এখনো সিদ্ধান্তহীন বিসিবি
৮ আগস্ট ২০২৩ ১৬:৪৫ | আপডেট: ৮ আগস্ট ২০২৩ ১৭:৩৬
ওয়ানডে অধিনায়কত্বের শূন্য পদটি এখনো পূর্ন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ পরিচালকদের সঙ্গে বোর্ড মিটিং করেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। আজকের বৈঠকে অধিনায়ক চূড়ান্ত করা হবে, এমন বার্তা ছড়িয়ে পরেছিল ক্রিকেটপাড়ায়। কিন্তু বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, এখনো অধিনায়ক নির্ধারণ করা সম্ভব হয়নি।
গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। সেদিনই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল দ্রুত নতুন অধিনায়ক নির্ধারণ করা হবে। কারণ সামনেই এশিয়া কাপ। আজ বিসিবি বোর্ড মিটিংয়ের আয়োজন করা হলে স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল আজই নতুন অধিনায়ক নির্ধারণ করা হবে। কিন্তু বিসিবি নতুন অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি।
অধিনায়কত্বের দৌড়ে যারা আছেন তাদের সঙ্গে এখনো কথা বলাই শেষ করতে পারেনি বিসিবি! বিসিবি সভাপতি আজ থেকে সেই কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বলেছেন জালাল ইউনুস।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বোর্ড মিটিং শেষে জালাল ইউনুস বলেন, ‘মূলত আজ এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল আমাদের। সেই জন্য আমরা বসেছিলাম সবাই। বৈঠক থেকে আমরা মাননীয় বোর্ড সভাপতিকে (নাজমুল হোসেন পাপন) অধিনায়ক নির্ধারণ করার দায়িত্ব দিয়েছি। তিনি ভেবে চিন্তে এবং অধিনায়কত্ব নেওয়ার জন্য যে কয়েকজন প্রার্থী আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপর এটা ফাইনাল করা হবে (অধিনায়ক নির্ধারণ করা হবে)। আশা করি আমাগী ২-৩ দিনের মধ্যেই আমরা নতুন অধিনায়ক নির্ধারণ করে ফেলব।’
বিসিবি সভাপতি আজ থেকে অধিনায়কত্বের দৌড়ে থাকা প্রার্থীদের সঙ্গে অফিসিয়ালি আলোচনা শুরু করবেন বলেছেন জালাল ইউনুস। তিনি বলেন, আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক অধিনায়ক নির্বাচন করার দিকে মনোযোগ বিসিবির।
তাহলে কি বিশ্বকাপের ভিন্ন অধিনায়ক থাকবে? এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, বিসিবির চাওয়া এশিয়া কাপ ও বিশ্বকাপ এক অধিনায়কের নেতৃত্বেই খেলুক বাংলাদেশ। তিনি বলেন, ‘সামনে কাছাকাছি সময়ে আমাদের তিনটা খেলা আছে। এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ। আমরা তো একটা খেলার জন্য অধিনায়ক বেছে নিবো না। আমরা এমন একজনকে নিবো যাতে তিনটাই তার নেতৃত্ব খেলতে পারি। সেই জন্যই আমরা বলছি সবার সাথে কথা বলে একটু সময় নিয়ে একজনকে নির্ধারণ করা হবে।’
সারাবাংলা/এসএইচএস/এসএস
টপ নিউজ নাজমুল হাসান পাপন বাংলাদেশ অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)