Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির ট্রান্সফার নিয়ে প্রশ্ন তোলা গোলরক্ষককের চুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ১৪:৪৮

পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। তবে তাকে দলে ভেড়ানোর আগে দলটির গোলরক্ষক নিক মার্সমান বলেছিলেন, মেসিকে আনার জন্য অবকাঠামো নেই ইন্টার মায়ামিতে। আর এই মন্তব্যই যেন কাল হয়ে দড়াল ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য। মার্সমানের চুক্তিই বাতিল করে দিয়েছে মিয়ামি।

মায়ামির চিত্র তুলে ধরতেই এই গোলরক্ষক বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক্লাবটি মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের একটি অস্থায়ী স্টেডিয়াম আছে, মানুষজন মাঠের উপর দিয়ে হাঁটতে পারে, সেখানে কোনো গেট নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেই। আমার মনে হয় তারা প্রস্তুত নেই। কিন্তু আমি আশা করি সে আসবে।’

বিজ্ঞাপন

ডাচ ক্লাব ফেইনুর্ড থেকে ২০২১ সালে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন মার্সমান। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৯টি ম্যাচ।

অন্যদিকে লিওনেল মেসির এমএলএস’এ শুরুটা হয়েছে দুর্দান্ত। চার ম্যাচেই নামের পাশে সাতটি গোল লিওর। আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবলেও রেখেছেন বড় অবদান। মেসিকে দেখতে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। আর সেই সঙ্গে তার দল মিয়ামিও দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। প্রথমবারের মতো লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। অথচ মেসি যোগ দেওয়ার আগের আট ম্যাচে কোনো জয় ছিল না তাদের।

সারাবাংলা/এসএস

ইন্টার মিয়ামি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর