Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি জাদুতে মিয়ামির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ১০:০৪ | আপডেট: ৭ আগস্ট ২০২৩ ১৫:১০

ইন্টার মিয়ামিতে সদ্যই নাম লিখিয়েছেন লিওনেল মেসি। তবে জার্সিতে নতুন হলেও মাঠে চিরচেনা সেই লিওনেল মেসিই। একের পর এক গোল করে টেবিলের তলানিতে থাকা ইন্টার মিয়ামিকে উপরে টেনে তুলছেন। এফসি ডালাসের বিপক্ষে জোড়া গোলের ভেতর নজরকাড়া ফ্রিকিক। আর শেষে তার দল জিতল টাইব্রেকারে।

টেক্সাসে রোববার রাতে লিগস কাপে এফসি ডালাস ও ইন্টার মিয়ামির ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ৪-৪ সমতায়। শেষের ১০ মিনিট আগ পর্যন্তও ৪-২ গোলে এগিয়ে ছিল ডালাস। কিন্তু ৮০তম মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার সুযোগ পায় মেসিরা। আর ৮৫তম মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিক গোলে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন জাদুকর।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টে অতিরিক্ত সময়ের খেলা নেই, নির্ধারিত সময় শেষেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে মায়ামি।

এই ম্যাচের দুই গোলসহ মায়ামির হয়ে চার ম্যাচে মেসির গোল হয়ে গেল সাতটি। প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ সময়ে ফ্রি কিক থেকে গোল করার পর টানা তিন ম্যাচে তিনি করলেন দুটি করে গোল। মেসি আসার আগে যে দল জয়বিহীন ছিল টানা ১১ ম্যাচ, তারাই আর্জেন্টাইন জাদুকরকে নিয়ে জয়ের স্বাদ পেল টানা চার ম্যাচে।

সারাবাংলা/এসএস

ইন্টার মিয়ামি বনাম এফসি ডালস লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর