ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, দেখবেন যেভাবে
৬ আগস্ট ২০২৩ ১৫:৫৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৩ ১৬:১৪
অক্টোবরে মাঠে গড়াবে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই মুহূর্তে বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আসছে বিশ্বকাপ ট্রফি। তিন দিন বাংলাদেশে থাকবে ট্রফিটি। এই সময়ে কখন কোথায় রাখা হবে তার সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে পৌঁছুবে বিশ্বকাপ ট্রফি। বিসিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার পদ্মা সেতুতে ফটোসেশন করা হবে বিশ্বকাপ ট্রফির।
পরের দিন অর্থাৎ ৮ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবে ট্রফিটি। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। বিকেল ৩টা পর্যন্ত মিরপুরে থাকবে ট্রফি।
৯ আগস্ট রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ট্রফিটি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন দর্শকরা। এক্ষেত্রে কোনো টিকিট লাগবে না। সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটিতে থাকবে ট্রফি।
সারাবাংলা/এসএইচএস