তাসকিনকে ‘ভালো খেলা’র তাগিদ প্রধানমন্ত্রীর
৫ আগস্ট ২০২৩ ১৯:০৫ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ২০:৪৭
ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় গত বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। গত বছরের সেই পুরস্কারটা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে আজ। তাসকিনের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় বাংলাদেশ দলের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ‘ভালোমতো খেলো’ বলেছেন প্রধানমন্ত্রী।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হয়েছে পুরস্কার অনুষ্ঠান। তাসকিনের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।
তাসকিনের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় কিছু একটা বলছিলেন প্রধানমন্ত্রী। অল্পক্ষণের সেই আলাপে প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেটা পরে জানিয়েছেন তাসকিন।
তাসকিন বলেন, ‘আসলে জিজ্ঞাসা করছিলেন, সামনে আমাদের কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।’
প্রথমবার জাতীয় পর্যায়ে পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’
কদিন আগে জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তাসকিন। ৭ ম্যাচে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি রানও কম দিয়েছেন তাসকিন। বিদেশী লিগে গিয়ে অমন পারফর্ম তাকে আরও আত্মবিশ্বাসী করবে বলছেন তাসকিন, ‘আসলে যেকোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারলেই আত্মবিশ্বাস বাড়ে। আশা করি, এই আত্মবিশ্বাসটাও কাজে লাগবে। টি–টেন বেশ কঠিন একটা ফরম্যাট ছিল, যা সামনের খেলায় কিছুটা হলেও আমাকে সহায়তা করবে।’
সারাবাংলা/এসএইচএস