Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংকান লিগে সাকিবদের বিপক্ষে হৃদয়ের ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৩ ০০:১৭ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ০০:২১

লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) তৌহিদ হৃদয়ের দাপট চলছেই। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক ফিফটি করেছিলেন। গত ম্যাচে করেছেন ২৪। আজ নিজের তৃতীয় ম্যাচেও ব্যাটিং ঝলক দেখালেন বাংলাদেশের ২২ বছর বয়সী তরুণ। হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে গল টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তার দল জাফনা কিংস। গল টাইটান্সের হয়ে খেলেছেন বাংলাদেশের অপর ক্রিকেটার সাকিব আল হাসান।

লংকান লিগে আজ মুখোমুখি হয়েছিলেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। কে কেমন করেন তা দেখার বাড়তি আগ্রহ ছিল বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। সাকিব যে খারাপ করেছেন তা নয়, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে তিনিই দলের সেরা বোলার। ৩১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। কিন্তু হৃদয় ছিলেন আরও দুর্দান্ত। সাকিবের বলে একটা চার ও একটা ছয়ও হাঁকিয়েছেন হৃদয়।

বিজ্ঞাপন

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১১৭ রানেই আটকে যায় গল টাইটান্স। সাকিব পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৯ বলে করেছেন ৬ রান। ২৪ বলে ৩০ রান করা দলীয় অধিনায়ক দাসুন শানাকা গল টাইটান্সের হয়ে সর্বোচ্চ স্কোরার।

অল্প পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে বোলিংয়ের শুরুটা দুর্দান্ত করার দরকার ছিল গলের। সাকিবের কল্যাণে গল শুরুতে উইকেট পেয়েছিলও। শুরুতেই জাফনা কিংসের ওপেনার চারিথ আশালঙ্কাকে ফেরান সাকিব। এরপরই নামেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় উইকেটে মাত্র ৫২ বলে ৮৩ রানের জুটি গড়ে ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসেন হৃদয় ও জাফনার আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

৩৯ বলে ৫৪ রান করা গুরবাজকে দলীয় ১০০ রানের মাথায় ফেরান সাকিব। তবে হৃদয় অবিচলই ছিলেন। ১২.৪ ওভারেই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে জাফনা। হৃদয় তখন মাত্র ২৩ বলে ৪৪ রানে অপরাজিত। তার ইনিংসে চার ২টি, ছক্কা মেরেছেন ৪টি। শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়াকে পরপর দুই ছক্কা হাঁকিয়ে খেলা শেষ করেন হৃদয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তৌহিদ হৃদয় সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর