আপাতত তামিমের বিকল্প কে?
৪ আগস্ট ২০২৩ ২০:৪৯ | আপডেট: ৪ আগস্ট ২০২৩ ২১:০১
ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। ইনজুরি সমস্যাকে এখানে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ইনজুরির কারণে তামিম আসন্ন এশিয়া কাপেও খেলতে পারবেন না। বোর্ড এবং তামিমের প্রত্যাশা বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তিনি পূর্ন ফিট হয়ে মাঠে ফিরবেন। তারপর বিশ্বকাপ খেলবেন শুধু একজন ব্যাটার হিসেবে।
প্রশ্ন হচ্ছে এশিয়া কাপে তামিমের বিকল্প হবেন কে? ওপেনিং পজিশনে একপ্রান্তে লিটন দাস সেট। তামিমের পরিবর্তে অপরপ্রান্তে কাকে ওপেন করতে পাঠানো হবে সেটা নতুন করে ভাবতেই হবে টিম ম্যানেজমেন্টকে।
বিকল্প হিসেবে আলোচনায় আছেন নাঈম শেখ, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম। তবে তিনজনকে নিয়েই বাড়তি ভাবনার কারণ আছে। গত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহ হয়ে জাতীয় দলে ফিরেছিলেন নাঈম শেখ। কিন্তু ফেরাটা কাজে লাগাতে পারেননি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন তরুণ ওপেনার। আফগানদের বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটা রান করেছিলেন ৯, অন্যটিতে শূন্য।
তারপর নাঈমকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাঠানো হয় শ্রীলংকায়। ওই টুর্নামেন্টেও সুবিধা করতে পারেননি তিনি। জাতীয় দলের এবারের এশিয়া কাপ হবে শ্রীলংকা ও পাকিস্তানে। ফলে নাঈমকে ওপেনিং পজিশনের জন্য দলে নিলে ভাবনা থেকেই যাবে।
গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া রনি তালুকদার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ভালো খেলছেনও। কিন্তু ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে পারেননি। গত আয়ারল্যান্ড সিরিজে একটা ওয়ানডে খেলার সুযোগ পেয়ে রনি করেছিলেন মাত্র ৪ রান। সম্প্রতি ফর্মটাও কথা বলছে না রনির পক্ষে।
তবে তানজিদ হাসান তামিম আছেন দুর্দান্ত ফর্মে। ২২ বছর বয়সী তরুণ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলংকায় ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৪ ম্যাচে ১৭৯ রান তুলে তিনিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্পেও ডাকা হয়েছে তামিমকে।
তবে বয়সে তরুণ তামিম এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলেননি। ফলে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে নতুন একজন ক্রিকেটার কতটা আত্মবিশ্বাসী থাকেন সেটা চিন্তার বিষয় বটে।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা এনামুল হক বিজয় এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্পেই ডাক পাননি। এর আগে এনামুল সুযোগ পেয়ে জাতীয় দলের হয়েও ভালো পারফর্ম করতে পারেননি।
সম্প্রতি বাড়তি মনোযোগ পাচ্ছেন সৌম্য সরকার। তবে চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছায় সম্প্রতি সৌম্যকে চেষ্টা করা হচ্ছে নাম্বার সেভেনে সেট করতে। ‘এ’ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপটা এই পজিশনেই খেলেছেন সৌম্য। ফলে তাকে ওপেনার বিবেচনায় নেওয়ার সম্ভবনা কম।
তবে এশিয়া কাপের জন্য ওপেনিং পজিশনে এই কজনের মধ্য থেকেই যে একজনকে নিতে হবে নির্বাচকদের তা মোটামুটি নিশ্চিত। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কার উপর ভরসা রাখে সেটাই দেখার বিষয়।
সারাবাংলা/এসএইচএস