Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২১:৩৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৩ ২২:১৯

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। এবং ইনজুরির কারণে খেলবেন না আসন্ন এশিয়া কাপ। পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ থেকে মাঠে ফেরার প্রত্যাশা তামিমের। প্রত্যাশা অনুযায়ী ফিরলে বিশ্বকাপ খেলবেন শুধুমাত্র ব্যাটার হিসেবে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে পূর্ব ঘোষিত বৈঠক করেছেন তামিম। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন তামিম এবং বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন

তামিম ইকবাল বলেন, ‘আমি জালাল ভাই (জালাল ইউনুস), পাপন ভাই (নাজমুল  হোসেন) আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার ইনজুরি সমস্যা, দলে সামনে কী হবে ইত্যাদি। সব কিছু ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দিলাম। ইনজুরি একটা বিষয় এখানে। আমি আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি সবার আগে দলের স্বার্থ। সব কিছু বিবেচনা করে আমি অধিনায়কত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এরপর যখন সুযোগ আসবে আমি একজন ব্যাটার হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ইনজুরির কারণে তামিমের পক্ষে এশিয়া কাপ খেলা সম্ভব হচ্ছে না জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘অনেকদিন যাবতই তামিম এই ইনজুরিতে ভুগছিল। সম্প্রতি লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছে তামিম। সে চলতি মাসের ২১-২২ তারিখ পর্যন্ত পূর্ণ অনুশীলন শুরু করতে পারবে না। আর এশিয়া কাপের জন্য আমাদের দল যাবে ২৬ তারিখে। সব মিলিয়ে এশিয়া কাপ খেলা সম্ভব হবে না তামিমের। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে যাতে খেলতে পারে এবং বিশ্বকাপে যাতে খেলতে পারে সে জন্য আমরা সব কিছু করব।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ এবং এশিয়া কাপে তামিমকে অধিনায়ক হিসেবে না পাওয়াটা বাংলাদেশ দলের জন্য ধাক্কা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। তিনি বলেন, ‘আমরা সব সময়ই বলে এসেছি বিশ্বকাপ পর্যন্ত তামিমই আমাদের অধিনায়ক। তবে ইনজুরির কারণে সেটা হচ্ছে না। আমি তাকে যদি বলি তাহলে হয়তো এশিয়া কাপও সে খেলে দিবে। কিন্তু সেটা তাড়াহুড়া হয়ে যায়। এশিয়া কাপ খেলতে গিয়ে যদি আরও বড় ইনজুরিতে পরে তখন বিশ্বকাপ খেলতে পারবে না। তাছাড়া কখন খেলতে পারবে কখন পারবে না সেটাও চিন্তা করেছে সে। সব মিলিয়ে দলের ভালো কথা চিন্তা করে সে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছে।’

তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে হবেন বা কার নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত আফগানিস্তান সিরিজে অভিমানে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই আবার অবসর ভেঙে ফিরে আসেন তামিম। তবে ক্রিকেটে ফিরে এলেও ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন কিনা তখন তা নিশ্চিত করেননি তামিম। বলেছিলেন বিসিবির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। এর মধ্যে তার ইনজুরি ইস্যুটি সামনে আসে।

আজ বোর্ডের সঙ্গে আলোচনা করে অধিনায়কত্বে না থাকার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর