Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-পাপন-জালাল ইউনুসের রুদ্ধদ্বার বৈঠক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২১:১৪

ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যত ঠিক করবেন, এমন কথা অনেকদিন আগেই বলেছেন তামিম ইকবাল। গতকাল জানা যায়, বিসিবির সঙ্গে তামিমের সেই বৈঠকটা হতে যাচ্ছে আজ। কিন্তু কোথায়, কখন সে বিষয়ে টু-শব্দটাও করছিল না কেউ। অবশেষে সন্ধ্যার পর জানা যায় বিসিবির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। রাত ৮টার দিকে শুরু হয়েছে বৈঠক। তাতে তামিম ইকবালের সঙ্গে উপস্থিত আছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিজ্ঞাপন

অবসর নাটকের পর তামিম ইকবাল বলেছিলেন বিভিন্ন ইস্যু নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চান তিনি। তারপর সিদ্ধান্ত নিবেন ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন কিনা। তামিম শুধু জালাল ইউনুসের সঙ্গে কথা বলতে চাইলেও পরে আলোচনায় যুক্ত হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হোসেনের নাম।

আজ সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিসিবি সভাপতির বাসায় এসে পৌঁছান তামিম। এর কিছুক্ষণ পরই উপস্থিত হন জালাল ইউনুস। নাজমুল হোসেন পাপন তখন বাসায় ছিলেন না। তার বেশ কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছান পাপন।

শুরু থেকেই এই বৈঠক নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে তামিম এবং বিসিবি উভয় পক্ষ। আজ বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন তামিম বা বিসিবি সভাপতি অথবা উভয়জন।

উল্লেখ্য, গত আফগানিস্তান সিরিজে হঠাৎ করেই অভিমানে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই আবার অবসর ভেঙে ফিরে আসেন তামিম। তবে ক্রিকেটে ফিরে এলেও ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন কিনা তা তখন নিশ্চিত করেননি তামিম। বলেছিলেন বিসিবির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। আজ অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠক।

এর মধ্যে তামিমের পিঠের ইনজুরি সমস্যার ইস্যুটি নতুন আলোচনা জন্ম দিয়েছে।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর