ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি বুফন
২ আগস্ট ২০২৩ ১৫:২৯
বয়সটা ৪৫! এখনও খেলে যাচ্ছিলেন ফুটবল। খেলছিলেন পারমার হয়ে। তবে আর নয়, এবার গ্লাভস জোড়া তুলে রাখলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইগি বুফন। ২৮ বছর ধরে খেলেছেন ইউরোপিয়ান শীর্ষ পর্যায়ে ফুটবল। অবশেষে ফুটবল থেকে বিদায় নিচ্ছেন এই তারকা।
তার বর্তমান ক্লাব পারমাকে জানিয়ে দিয়েছেন, তিনি বুট জোড়া তুলে রাখতে চান। চুক্তি বাতিল করতে চান। তবে এবার তাকে না বলেনি ক্লাবটি। দ্রুতই তার সঙ্গে চুক্তি বাতিলের কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। তাকে দলে নিতে সৌদি আরবের ক্লাব উঠে পড়ে লেগেছে। কিন্তু আর না খেলার সিদ্ধান্তে অনড় তিনি।
শুরুটা পারমার হয়ে ১৯৯৫ সালে। এরপর ২০০১ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। তবে কিংবদন্তি হয়ে ওঠাটা জুভেন্টাসের জার্সি গায়ে। ১৭ বছর খেলে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক পর্যায়ে। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত তুরিনের বুড়িদের জার্সি মাতিয়েছেন তিনি। ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন।
এরপর বুফন দ্বিতীয় বিভাগেও ফুটবল খেলেছেন। অনিয়মের দায়ে জুভেন্টাসকে নামিয়ে নেওয়া হয় দ্বিতীয় বিভাগে। অনেক তারকা ফুটবলার সে সময় জুভেন্টাস ছেড়ে গেলেও যাননি বুফন। ২০১৮/১৯ মৌসুমে তিনি খেলেছেন পিএসজিতে। এরপর আবার জুভেন্টাসে ফিরে এসে খেলেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত। যদিও বেঞ্চে ছিলেন অধিকাংশ সময়। এরপর সেই প্রথম ক্লাব পারমায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এই গোলবারের অতন্দ্র প্রহরী। সেখান থেকে বিদায় বললেন ফুটবলকে।
ইতালির হয়ে ১৯৯৭ থেকে ২০১৮ পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি। আর ক্লাব ক্যারিয়ারে ৯৭৫ ম্যাচ নামের পাশে। তার ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ জিততে পারেননি চ্যাম্পিয়নস লিগ। ফুটবলকে বিদায় বলে বুফন ইতালি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। ইতালি ফুটবল দলের আন্তর্জাতিক প্রতিনিধি হবেন তিনি।
সারাবাংলা/এসএস
অবসরে বুফন ইতালিয়ান গোলরক্ষক কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন