আপাতত অস্ত্রোপচার না করালেও চলবে তামিমের
২৮ জুলাই ২০২৩ ১৮:২৬ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৮:৩০
তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন থামছেই না। অভিমানে হঠাৎ অবসর নেওয়া তামিম আবার অবসর থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। তারপর তার পিঠের ইনজুরি নিয়ে চর্চা চলছে। তামিম আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তেমন শঙ্কা দেখা যাচ্ছে। তবে আপাতত তামিম ভক্তদের সঙ্গে সু-সখবর। এখনই অস্ত্রোপচার না করালেও চলবে তামিমের।
দীর্ঘদিন যাবত পিঠের ব্যথায় ভুগছেন তামিম। গত বিপিএল খেলেছেন ইনজেকশন নিয়ে। তারপর এই ইনজুরির কারণেই ভারত সিরিজ খেলতে পারেননি। আফগানিস্তান সিরিজেও টেস্ট খেলতে পারেননি। ইনজুরি নিয়ে বিভিন্ন কথা উঠার মধ্যেই আফগানিস্তান সিরিজ চলাকালে অবসর নিয়ে নিয়েছিলেন।
তামিমের যে ধরনের ইনজুরি তার শেষ কথা অস্ত্রোপচার। তবে অনেক সময় ওষুধ, ইনজেকশন বা থেরাপি নিয়েও সামায়িক সময়ের জন্য ব্যথামুক্ত থাকা যায়। অস্ত্রোপচার করলে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত চার মাস। সামনেই যেহেতু বিশ্বকাপ তাই অস্ত্রোপচারের বিকল্প চিন্তাই করা হচ্ছে তামিমের ক্ষেত্রে। এবং এই প্রচেষ্টায় সবুজ সংকেতই পাওয়া গেছে।
তামিম বর্তমানে লন্ডনের ইস্টবাউন্ড মেডিকেল ক্লিনিকের ডা. টনি হ্যামন্ডের চিকিৎসা নিচ্ছেন তামিম। কাল টনি হ্যামন্ডের সঙ্গে দেখা করেছেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী।
বিসিবির একটি সূত্রের খবর, সার্বিক দিক বিবেচনা করে আপাতত তামিমের অস্ত্রোপচারের দিকে যাচ্ছেন না টনি হ্যামন্ড। এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা চিন্তা করে আপাতত ইনজেকশনে ব্যথা নিয়ন্ত্রণে রাখার চিকিৎসা চলবে তামিমের। ইতোমধ্যেই একটা ইনজেকশন নিয়েছেনও তিনি। নেওয়ার কথা রয়েছে আরও দুটি।
তবে সব কিছু নির্ভর করছে ইনজেকশন প্রক্রিয়ার ওপর। ইনজেকশনে কাজ না হলে সেক্ষেত্রে ভাবতে হবে অন্য কিছু।
বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে ৩১ জুলাই থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা বাংলাদেশি ক্রিকেটারদের। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ঘুরে অনুশীলন করবেন ক্রিকেটাররা। তামিমের শুরু থেকে ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভবনা কম।
সারাবাংলা/এসএইচএস