Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৪:৫৩

২০২৬ বিশ্বকাপের বাকি এখনো তিন বছর। তবে বাছাইপর্ব শুরু হতে আর বেশি সময় বাকি নেই। বাংলাদেশের সামনে এবার বাছাইপর্বে চেনা প্রতিপক্ষই। গেল সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে উড়িয়ে দেওয়া মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশ। হ্যাভিয়ের কাবারেরোর দলের সামনে এবার মালদ্বীপ বাধা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপ বাছায়ের এশিয়া অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ধাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ ছিল ২ নম্বর পটে। মালদ্বীপ ছিল ১ নম্বর পটে।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের আসরের আয়োজন উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম আর অ্যাওয়ে দুটি ম্যাচের একটি হবে ঢাকায়, অন্যটি মালেতে। দুটি ম্যাচে যে দল এগিয়ে থাকবে, তারাই কোয়ালিফাই করবে এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ড অনুষ্ঠিত হবে ৩৬টি দলকে নিয়ে, ৯টি গ্রুপে ভাগ হয়ে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বিশ্বকাপ বাছাইপর্বে আরও ৬ ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের।

গত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দেখায় পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে সেমিফাইনালও খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের জন্য অগাস্টের মাঝামাঝি থেকে প্রস্তুতি শুরুর কথা বাংলাদেশ দলের।

সারাবাংলা/এসএস

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব বাংলাদেশ বনাম মালদ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর