লংকান প্রিমিয়ার লিগে তাসকিন-হৃদয়-শরিফুল
২৫ জুলাই ২০২৩ ১২:৪০ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৩:১৭
আসন্ন লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) তাসকিন আহমেদ ও তৌহিদ হৃদয় ডাক পেয়েছেন সেটা আগেই জানা গেছে। একই টুর্নামেন্ট থেকে এবার ডাক এলো তরুণ পেসার শরিফুল ইসলামেরও।
এই তিন বাংলাদেশিকে এলপিএলের এবারের আসরে দেখা যাবে কিনা সেটা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। বিসিবি অনাপত্তিপত্র দিলে প্রথমবারের মতো লংকান লিগে দেখা যাবে তাদের।
তাসকিনকে আহমেদকে দলে ভেরাতে চায় ডাম্বুলা অরার। আর তৌহিদ হৃদয়ের প্রতি আগ্রহী বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস। শরিফুলকে দলে ডেকেছে কলম্বো স্টার্সস।
সূচি অনুযায়ী এবারের এলপিএল শুরু হওয়ার কথা ৩০ জুলাই, শেষ হবে ২০ আগস্ট। বিশ্বকাপ এবং এশিয়া কাপকে সামনে রেখে ওই সময়টাতে দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফলে এলপিএলের জন্য বিসিবি ক্রিকেটারদের ছাড়বে কিনা সেটাই দেখার বিষয়।
তাছাড়া অনেকদিন ধরেই টানা খেলার মধ্যে আছেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ। এলপিএলের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে সেটাও হয়তো ভাববে বিসিবি।
এই মুহূর্তে জিম্বাবেুয়ের জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন। সেখানে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে আলোচনা এসেছেন বাংলাদেশি পেসার। আর তৌহিদ হৃদয় ও শরিফুল ইসলাম দেশেই ছুটি কাটাচ্ছেন।
উল্লেখ্য, বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনকে আরও আগেই দলে ভিড়িয়েছে এলপিএলের দল গল টাইটান্স।
সারাবাংলা/এসএইচএস