বিশ্বকাপে তামিমের ‘বিকল্প খুঁজে’ রাখছে বাংলাদেশ
২৩ জুলাই ২০২৩ ১৭:৫০ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৮:১৮
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে তা নিয়ে সোজাসাপ্টা জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। গত আফগানিস্তান সিরিজে অভিমানে হুট করেই অবসর নেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই অবসর ভেঙে ফিরেছেন তামিম। তবে তামিমই নেতৃত্বে থাকছেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। তামিম বলেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিবেন অধিনায়ক থাকবেন কিনা।
এদিকে বিকল্প অধিনায়কের গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বললেন, তামিমই বাংলাদেশের অধিনায়ক। ইনজুরির কারণে তামিম না থাকলে তখন বিকল্প চিন্তা।
রোববার (২৩ জুলাই) রাজধানীর একটা হোটেলে নাজমুল হোসেন পাপন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা জিনিস বলে দেই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’
পিঠের ইনজুরির কারণে অনেকদিন যাবত ভুগছেন তামিম। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, তার সন্দেহ নতুন এক এক্সারসাইজের কারণেই এই চোট। নতুন ওই এক্সারসাইজ নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে নাজমুল হোসেন পাপন বলেন, ‘এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্যটা কী বলার। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে।’
‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে দাঁড়ানো। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি।’- যোগ করেছেন বিসিবি প্রধান।
অনেকদিন যাবত ওয়ানডে দলে উপেক্ষিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে মাহমুদউল্লাহ বিবেচনায় থাকছেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন পাপনকে। উত্তরে তিনি বলেন, ‘আমার জন্য বলা খুব কঠিন। এখন আমি বলতে পারবো না। নির্বাচকদের সঙ্গে কথা না বলতে পারলে বলা কঠিন কী অবস্থায় আছে। এই সিরিজটা খেলতো যদি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম। ও যেহেতু ছিল না, সেজন্য এখন টিমে…ও তো খেলে শুধু ওয়ানডে। ওখানটায় দেখতে হবে কোথায়। আমি কোনো আসবে না, বা আসতে পারবে না এরকম কোনো চিন্তা ভাবনা আমার নেই। পারফরম্যান্স না দেখে বলে দেওয়া যে হ্যাঁ ও খেলবে এটাও সম্ভব না। আমার পক্ষে বলাটা কঠিন।’
সারাবাংলা/এসএইচএস