Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রিকিক গোলে মিয়ামিকে জিতিয়ে অভিষেক মেসির

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩ ১০:৫১

ম্যাচের তখন অন্তিম মুহূর্তের খেলা চলছে। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় ডি বক্সের একটু বাইরে মেসিকে ফাউল করায় ফ্রিকিক পায় ইন্টার মিয়ামি। বল হাতে এগিয়ে এলেন মেসি। স্পটে বসিয়ে একটু সময় নিয়ে দারুণ এক মাপা শট তার এরপর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়াল জালে। আর তাতেই জয় নিশ্চিত ইন্টার মিয়ামির। দুর্দান্ত ফ্রিকিক গোলে দলকে জিতিয়ে লিওনেল মেসি রাঙালেন তার অভিষেক।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) লিওনেল মেসির অভিষেক ম্যাচের গ্যালারিতে উপস্থিত ছিলেন মহাতারাকারা। বাস্কেটবল কিংবদন্তি তারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি তারকা সেরেনা উইলিয়ামসদের সঙ্গে ছিলেন কিম কার্দাশিয়ানও।

মেক্সিকো ক্লাব ক্রুস আসুলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগস কাপে জয় তুলে নিল ইন্টার মিয়ামি। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্স-এর ৪৭ ক্লাব নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ।

এদিন ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন না লিওনেল মেসি। দেরিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ায় শুরুর একাদশে রাখা হয়নি তাকে। তবে দ্বিতীয়ার্ধে নেমেছেন মাঠে। আর সঙ্গে সঙ্গেই গ্যালারি জুড়ে কেবল লিওনেল মেসির ধ্বনি। ৫৪ মিনিটে বুট পায়ে মাঠে নামেন মেসি।

প্রথমার্ধের শেষ দিকে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ক্রুস আসুল। মেসি মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। মাঠের ফুটবলে অবশ্য বেশি দাপট ছিল ক্রুস আসুলের। মেসি নামার পরও তা খুব একটা বদলায়নি। বিচ্ছিন্ন দু-একটি সুযোগ তিনি আদায় করেন মাত্র। জয়ের জন্য মেসির দিকেই তাকিয়ে ছিল মিয়ামি। গোটা ম্যাচ আধিপত্য দেখিয়েও মেসির কাছেই শেষমেশ পেরে উঠলেন না তারা।

দীর্ঘ ১১ ম্যাচ জয়শূন্য থাকার পর লিওনেল মেসির জাদুতেই জয়ের ধারায় ফিরল মিয়ামি।

সারাবাংলা/এসএস

অভিষেক ইন্টার মিয়ামি এমএলএস টপ নিউজ ফ্রিকিক লিওনেল মেসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর