Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম-আফ্রো টি-১০ লিগে তাসকিন-মুশফিকের দুর্দান্ত পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩ ১০:২৮

জিম্বাবুয়ের টি-১০ লিগে খেলতে গিয়ে শুরুটা দুর্দান্ত করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে জোবারগ বাফেলোসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলে দলের জয়ের বড় অবদান মুশফিকুর রহিমের। অন্যদিকে কম যাননি তাসকিন আহমেদও। একদিনে টানা দুই ম্যাচ খেলে সেরা বোলিং করেছেন তাসকিন।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে এক দিনে দুই ম্যাচ খেলে তাসকিনের দল বুলাওয়ে ব্রেইভস। হারারে হ্যারিকেনসের বিপক্ষে জিতলেও পরের ম্যাচ মুশফিকদের জোবার্গ বাফেলোসের কাছে হেরে যায়। দুই ম্যাচেই দলের সেরা বোলিং পারফর্মার ছিলেন তাসকিন।

বিজ্ঞাপন

টি-১০’এ একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারেন। যেখানে হারারে হ্যারিকেনসের বিপক্ষে ২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে নেন ১ উইকেট। আগে ব্যাট করে তার দলের ১২৮ রানের জবাবে মাত্র ৭৯ রান করতে পারে হারারে। এদিন ব্যাটিংয়েও নেমেছিলেন তাসকিন করতে পারেন ৩ বলে ৪ রান।

আলো নিয়ে সমস্যা থাকার কারণে আগের দিনের একটি ম্যাচও শুক্রবার খেলতে হয়েছে তাসকিনদের। ওই ম্যাচে মুশফিকদের বিপক্ষে ১০ রানে হারে তাসকিনের দল। তবে বুলাওয়ে ব্রেইভস হারলেও বল হাতে দুর্দান্ত ছিলে তাসকিন। দুই ওভারে মাত্র ১১ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট। যার মধ্যে মোহাম্মদ হাফিজ, রবি বোপারা এবং ডেলানো পটগেইটের উইকেট নেন তাসকিন।

এদিকে ওই ম্যাচে তাসকিন দুর্দান্ত বোলিং করলেও নজর কেড়েছেন মুশফিকুর রহিমও। মাত্র ২২৩ বলে ৮টি চারে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশি। ১০৬ রানের লক্ষ্য নেমে সিকান্দার রাজার দল করতে পারে স্রেফ ৯৫ রান। দলের হয়ে বেউ ওয়েবস্টার ২২ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

জিম-আফ্রো টি-১০ লিগ তাসকিন আহমেদ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর