ফাইনালে উঠার লড়াইয়ে ভারতকে ২১১ রানে আটকে রাখল বাংলাদেশ
২১ জুলাই ২০২৩ ১৯:৪৭ | আপডেট: ২১ জুলাই ২০২৩ ১৯:৫২
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের প্রথম ভাগটা দারুণ হলো বাংলাদেশ ইমার্জিং দলের। আগে বোলিং করে শক্তিশালী ভারতকে ২১১ রানেই আটকে রেখেছে বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমেও দারুণভাবে এগুচ্ছে বাংলাদেশ। ১০ ওভারে বিনা উইকেট হারিয়ে ৬০ রান তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম।
শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ভারতকে বড় জুটি গড়তে দেয়নি বাংলাদেশ। ওপেনার সুদর্শনকে শুরুতেই ফেরান তানজিম হাসান সাকিব। এরপর নিকিন জোস ও অভিষেক শর্মা দলকে টানার চেষ্টা করেছেন।
চার রানের ব্যবধানে এই দুজনকে ফিরিয়ে ভারতীয়দের বড় ধাক্কাটা দিয়েছেন দুই স্পিনার রাকিবুল হাসান ও সাইফ হাসান। চারে নেমে যশ ঢোল কার্যকরী একটা ইনিংস খেলেছেন। কিন্তু অপরপ্রান্ত থেকে নিয়মিতই ভারতের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যশ অনেকক্ষণ ক্রিজে থাকলেও তাই দলকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি।
৪৯.১ ওভারে ২১১ রানে থেমেছে ভারত ইমার্জিং দল। যশ সর্বোচ্চ ৬৬ রান করেছেন। নিকিল জোস ১৭ ও অভিষেক শর্মা ৩৪ রান করেছেন।
বাংলাদেশের হয়ে মাহেদি হাসান ৩৯ রানে, রাকিবুল হাসান ৩৬ রানে ও তানজিম হাসান সাকিব ৫৬ রানে দুটি করে উইকেট নিয়েছেন। রিপন মণ্ডল, সাইফ হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস