Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের ক্যাম্পে ডাক পাচ্ছেন সৌম্যরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ২০:৪৯ | আপডেট: ২০ জুলাই ২০২৩ ২০:৫৪

‘এ’ দলের চলতি ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করে চলেছেন কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্য থেকে কয়েকজনকে সিনিয়রদের হাইব্রিড এশিয়া কাপের ক্যাম্পে ডাকা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

শ্রীলংকায় অনুষ্ঠিত চলতি ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করে চলেছেন সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়, শেখ মাহেদি, তানজীদ হাসান তামিম, তানজিম হাসান সাকিবরা। এই টুর্নামেন্ট শেষ হতেই শুরু হবে জাতীয় দলগুলোকে নিয়ে এশিয়া কাপ। ‘এ’ দলের ইমার্জিং এশিয়া কাপ হচ্ছে শ্রীলংকা। সিনিয়রদের এশিয়া কাপ হবে শ্রীলংকা ও পাকিস্তান মিলিয়ে। অর্থাৎ একই কন্ডিশনে খেলা। ফলে ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করা কেউ সিনিয়রদের এশিয়া কাপের দলেও ডুকে যেতে পারেন আভাস দিলেন জালাল ইউনুস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘কয়দিন আগে প্রধান নির্বাচক বলেছিল আমরা প্রাথমিক দল দিব প্র্যাকটিসের জন্য (এশিয়া কাপের জন্য)। ২৯ তারিখ থেকে ক্যাম্প চলবে। ২৭-২৮ বা ৩০ তারিখের মধ্যেই… যে খেলোয়াড়রা থাকবে তাদের নিয়েই এশিয়া কাপের দল গঠন করা হবে। আমি মনে করি এশিয়া কাপের দলই পরবর্তীতে বিশ্বকাপ খেলবে।

জালাল ইউনুস বলেন, ‘ওখান থেকে (ইমার্জিং এশিয়া কাপ) কিছু খেলোয়াড়কে হয়তো প্রাথমিক স্কোয়াডে রাখা হবে। তাদের কেউ কেউ অনেক ভালো করছে। ফাইনাল সিলেকশন পরের কথা। আমরা প্রাথমিক স্কোয়াড যেটা দিব সেখানে ইমার্জিংয়ে যারা পারফর্ম করছে তাদের থেকে ২-১ জন থাকতে পারে। চূড়ান্ত স্কোয়াডে থাকবে কি না তা নির্বাচক প্যানেল ঠিক করবে।’

বিজ্ঞাপন

তামিম ইকবালের ফেররা নিয়েও বলেছেন জালাল ইউনুস। গত আফগানিস্তান সিরিজে হুট করেই অবসর নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে অবসর ভেঙে আবার ফিরেও এসেছেন। তামিম এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন। ফেরার কথা এশিয়া কাপ দিয়ে।

কদিন পর চিকিৎসকের পরামর্শ নিতে যুক্তরাজ্যে যাবেন তামিম। তার ফেরাতে ফিটনেসের বিষয়টি বিবেচনা করা হবে বললেন জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমাদের বর্তমান অধিনায়ক তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। সেখানে তার ট্রিটমেন্ট আছে। সে ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট করবে এরপর সিদ্ধান্ত হবে, পরিস্থিতি জানাবে। আশা করছি ৩১ তারিখ দেশে ফিরবে। তখন পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি পরিস্থিতি কী দাঁড়ায়, তার স্বাস্থ্য কী বলে। সে জানাবে এরপর সিদ্ধান্ত নেব।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর