Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে সাকিব-তামিমদের জন্য চার্টার্ড বিমান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৩ ১৮:৫১ | আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৮:৫৭

হাইব্রিড মডেলে এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। পাকিস্তান এবং শ্রীলংকা দুই দেশ মিলিয়ে হবে এবারের এশিয়া কাপ। অল্প সময়ের ব্যবধানে দুই দেশ ঘুরে ম্যাচ খেলতে হবে দলগুলোকে। ফলে ভ্রমণ ধকলের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। এদিকে ভ্রমণ ধকল কমাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ক্রিকেটারদের দুই দেশে যাওয়া-আসার ব্যবস্থা চার্টার্ড বিমানে হবে এমন সিদ্ধান্ত নিয়েছে এসিসি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। ভ্রমণ যাতে আরামদায়ক হয় এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।’

দুই দেশ মিলিয়ে এশিয়া কাপ আয়োজনে সবচেয়ে বেশি সমস্যা নিশ্চয় ক্রিকেটারদেরই! ভ্রমণ ঝামেলায় প্রস্তুতি নেওয়ার সময় মিলবে কম। মন:সংযোগেওর ব্যাঘাত ঘটতে পারে। ক্লান্তির কারণে ইনজুরির ঝুঁকিও থাকবে। সামনেই বিশ্বকাপ, ফলে এভাবে এশিয়া কাপ খেলাটা নিশ্চয় আদর্শ নয়।

বিসিবিও নিশ্চয় জানে বিষয়টি। তবে অন্য সবাই এভাবেই অংশ নিচ্ছে বলে কিছু করার নেই বলছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘ট্রাভেলে তো ইমপ্যাক্ট (প্রভাব ফেলে) হয়। আমি মনে করি। এয়ারে ট্রাভেল করলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান অনেক দূরে। যেহেতু এসিসির সিদ্ধান্ত আর সবাই অংশ নিচ্ছে… আমাদেরও মেনে নিতে হচ্ছে।’

বিজ্ঞাপন

এশিয়া কাপকে ধরা হচ্ছে বিশ্বকাপের সেরা প্রস্তুতি হিসেবে। তবে শুধু প্রস্তুতির অংশ নয়, বাংলাদেশের নজর শিরোপা জয়ের দিকেও, বললেন বিসিবির এই কর্মকর্তা।

জালাল ইউনুস বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ। এসিড টেস্ট বলুন কিংবা প্র্যাকটিস- খুবই গুরুত্বপূর্ণ। সবাই কাপের জন্যই খেলে। প্রস্তুতি, মাইন্ডসেট সেটা ট্রফি জয়ের জন্যই। আমাদের মাইন্ডসেট তাই। প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় ভারত। নানান জলঘোলার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। যাতে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলংকায়। শেষ পর্যন্ত এই মডেলেই টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়েছে।

৩০ আগস্ট মুলতানে পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বোতে, ১৭ সেপ্টম্বর।

সারাবাংলা/এসএইচএস

হাইব্রিড এশিয়া কাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর