৯ রানে তিন টপ অর্ডার ব্যাটারকে হারাল বাংলাদেশ
১৬ জুলাই ২০২৩ ২২:১৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ ২২:৩৭
আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন মিলে উদ্বোধনী জুটিতেই তোলে ৬৭ রান। এরপরেই ছন্দ পতন টাইগারদের। এক ওভারে দুই ওপেনারের বিদায়ে চাপে বাংলাদেশ।
লিটন ও আফিফের উদ্বোধনী জুটি পাওয়ার প্লে’র ৫ ওভার থেকেই তুলে নেয় ৫০ রান। পাওয়ার প্লে শেষে কিছুটা ধীর গতিতে ব্যাট করতে থাকে এই দুই ব্যাটার। তবে সঠিক কক্ষপথেই ছিল বাংলাদেশ। তবে ১০ ওভারে এসে পা হড়কাল টাইগাররা। মুজিব উর রহমানের করা ওভারে দুই ওপেনার এবং উইকেটে থিতু ব্যাটার লিটন ও আফিফ উইকেট বিলিয়ে দিয়ে এলেন।
মুজিবের করা ১০ম ওভারের প্রথম বল ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। তবে কভারে থাকা রশিদ খান নিজের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন। এতেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। লিটন ফেরেন ৩৬ বলে ৬টি চারে ৩৫ রান করে। ৬৭ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়।
লিটন ফেরার পর আর উইকেটে টিকতে পারেননি আফিফ হোসেনও। ওই ওভারের তৃতীয় বলে ডিপ মিডউইকেটে উড়িয়ে মারতে চেয়েছিলেন আফিফ। তবে সেখানে থাকা করিম জানাতের হাতে ধরা পড়েন আফিফ। বাংলাদেশ মাত্র ১ রানের ব্যবধানে হারায় দুই ওপেনারকে। আফিফ ফেরেন ২০ বলে দুটি ছক্কায় ২৪ রান করে।
তিনে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তকে তখন নতুন করে ইনিংসের হাল ধরতে হয়েছে। কিন্তু বেশি সময় উইকেটে টিকতে পারেননি তিনিও। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ১১তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন তিনিও। এতেই ৭৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৭৯ রান। হৃদয় ৫ আর সাকিব ১ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০ বলে ৪০ রানের।
সারাবাংলা/এসএস