Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের জোড়া আঘাতে বিপর্যস্ত আফগান টপ অর্ডার

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৩ ১৮:৩৩

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দেন পেসার তাসকিন আহমেদ। শুরুতেই জোড়া আঘাত হানেন এই পেসার। আফগান দুই ওপেনারকে তুলে নিয়ে আফগান টপ অর্ডার বিপর্যস্ত করে দেন তিনি।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলটি করতে আসলেন তাসকিন। তার আগের বলেই তাকে ছক্কা হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। এবার তাসকিনের করা বল হাঁকাতে চেয়েছিলেন তিনি। তবে তাসকিনের বল হাওয়ায় তুলে দেন তিনি। নিজেই লুফে নিলেন সেই ক্যাচ। আর তাতেই ৯ রানে প্রথম উইকেটের পতন আফগানদের। গুরবাজ ফিরলেন ৫ বলে ৮ রান করে।

বিজ্ঞাপন

এক ওভার বিরতিতে আবারও বল হাতে এলেন তাসকিন। এবার ওভারের ৪র্থ বল করতে এলেন তিনি। সেই বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে বল তুলে দিয়ে ফিরলেন হজরতউল্লাহ জাজাই। ৫ বলে এক বাউন্ডারিতে ৪ রান করে যখন তিনি ফিরলেন আফগানদের স্কোরবোর্ডে রান দাঁড়াল ১৬।

এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ নবিকে সঙ্গী করে ইব্রাহিম জাদরান বিপর্যয় সামলাচ্ছেন। পাওয়ার প্লে থেকে ২ উইকেটে ৩৪ রান তুলেছে আফগানরা।

এই রিপোর্ট লেখা অবধি আফগানদের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৩৪ রান। ইব্রাহিম ৯ আর নবি ৮ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

টপ নিউজ তাসকিন আহমেদ দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর